আমাদের কথা খুঁজে নিন

   

আলোচিত শব্দ এবং উহাদের রঙ্গ

জীবনকে এডিট করা যায় না কখনো ..। আমাদের দেশের রাজনীতিবিদের মুখে যে কথা আপনি সর্বদা শুনবেন ১. ডিজিটাল : Electrical Engineering পড়ার সময় এলালোগ আর ডিজিটাল এর সাথে ভালোভাবে পরিচিত হই । কিন্তু সে অনেক কাল আগের তাই ভুলে গেছি সব । কিন্তু এখন যা আবছা আবছা মনে আছে তা হলো টাল না হয়ে বেতাল হবে । আর এর মানে হলো প্রতি hr এ load shedding হবেই ।

তাহলে আমরা বলতে পারি যেই দেশে প্রতি hour এ load shedding হবে এবং নেতা খেতারা বেতাল মার্কা কথা বলে জনগনকে আসার আলো দেখানোর চেষ্টা করেও অন্ধকারে রাখে তাকে ডিজিটাল দেশ বলে । ২. এটা বিশেষ মহলের কাজ আজ কাল কথাও মানুষ কাশি দিলেও আপনারা পত্রিকা বা টিভি তে শুনতে পারবেন নেত্রীরা (আজ দেশে নেতা কম , সব তো নেত্রী ) বলছে এটা বিশেষ মহলের কাজ । মহল মানে হলো বাড়ি । তাহলে আমরা বলতে পারি, ডিজিটাল দেশে যে বাড়িতে নেত্রীরা থাকে সেটাই বিশেষ মহল । ৩.তদন্ত চলছে : কোনো ঘটনা ঘটলেই তদন্ত হয় ।

সেই তদন্তের রিপোট তো কোনো জনমেই প্রকাশ পায় না । তাহলে আমরা বলতে পারি , ডিজিটাল দেশে যে বিশেষ মহলের প্ররোচনায় কোনো ঘটনা ঘটার পর তার রিপোট প্রকাশ না পাওয়া পর্যন্ত অজুহাত দেখায়ে জনগনের মুখে মুলা ঝুলানকে তদন্ত চলছে বলা হয় । ৪. ৪৮ ঘন্টা : বাংলায় পড়েছিলাম ১৮ মাসে বছর , এর মানে হলো কোনো কাজে দীর্ঘসুত্রিতা । তাহলে আমরা বলতে পারি , ডিজিটাল দেশে যেসব বিশেষ মহল তদন্ত চলছে বলে মুলা ঝুলাবে তার ফল ৪৮ ঘন্টা পর প্রকাশ পাবে । ৫. পুলিশ : কুকুরের মত প্রভু ভক্ত প্রানীকে পুলিশ বলে [আচ্ছা কুকুরকে অপমান করি নাই তো ] ৬. রাষ্ট্রদ্রোহী : যে রাষ্টের বিরোধিতা করে ।

কিন্তু আজকাল দেখা যাচ্ছে কোনো এক বিশেষ মহলের বিরোধিতা করাই রাষ্ট্রদ্রোহী । [তাহলে কি সেই বিশেষ মহল নিয়ে রাষ্ট ] আমরা বলতে পারি , ডিজিটাল দেশে বিশেষ মহল সম্পর্কে লিখার অপরাধে কুকুর লেলিয়ে যাকে জেলে ভরা হবে সেই রাষ্ট্রদ্রোহী ৭। সাহারা : সাহারা হলো মরুভূমির না , পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা । তাই আমরা বলতে পারি , ডিজিটাল দেশে যে মহল ৪৮ ঘন্টা ধরে কোনো ঘটনার তদন্ত করে যা তা বলে দেশটা কে মরুভূমি করে চলছে , তাকে বা তাদের দলকে সাহারা বলে । ৮।

আদালত অবমাননা : এটা নিয়ে কিছু বলতে চাই না , শেষে ডিজিটাল দেশে বিশেষ মহল ৪৮ ঘন্টা তদন্ত করে কুকুর লেলিয়ে দিয়ে সাহারা দের খুশি করার জন্য আদালত অবমাননা এর দায়ে রাষ্টদ্রোহী বলবে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।