আমাদের কথা খুঁজে নিন

   

এবার এক

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
(এইবার একটাই দিলাম।।মনে হয় এই ডোজে কাম হইব.....) ১৬. বিয়ে করে আমি গত তিন দিন শ্বশুর বাড়ীতে আছি কেউ দেখে যাও, বিয়ে করে আমি কি বিপদে পড়িয়াছি। কপাল ভীষণ খারাপ বলিয়া শালী নাই একটাও শ্বাশুড়ীটা সব অখাদ্য এনে বলে,‘বাবা, নাও খাও।’ আমি বলি,‘না না, অনেক খেয়েছি, অনেক মজার রান্না।’ বউটা তখন নাকি সুরে বলে,‘তবে আরেকটু খান না।’ কিপটে শ্বশুর বার বার বলে,‘জামাইটা যাবে কবে?’ একটা শ্যালক বলছে,‘ব্রাদার, কিছু ক্যাশ টাকা হবে?’ এ ছাড়াও আছে সাতটা শ্যালক সুযোগ নেই যে ফুটবো, ধামড়া একটা এসে বলে,‘প্লিজ আপনার ঘাড়ে উঠবো।’ ভুল হয়ে গেছে বাসর রাইতে মারা হয় নাই বিলাই, এইটারে যদি বিয়া কয়, আমি বিয়ার গুষ্টি কিলাই। ----------------------------------------------------------- পয়লা পাঁচ দ্বিতীয় পাঁচ আবারো পাঁচ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.