রাজশাহী, ১৫ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): ইফতারির টোকেন নিয়ে বিরোধের জের ধরে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের এক কর্মীকে দোতলা থেকে নিচে ফেলে দিল সভাপতি গ্রুপের কর্মীরা। মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। রোববার বেলা সাড়ে ১২টার দিকে রাবির এসএম (শাহমখদুম) হলে এ ঘটনা ঘটে। আহত ছাত্রের নাম নাসিমুল হক নাসিম (২২)।
সে ইসলামের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। এ নিয়ে হলে
উত্তেজনা দেখা দিয়েছে। সহপাঠিরা জানায়, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর অনুষ্ঠান শেষে ইফতারির টোকেন নিয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবীর জয় (পলাতক) ও মাজেদুল ইসলাম অপু (জেলহাজতে) গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। ওই টোকেন কিভাবে বিতরণ করা হবে এ নিয়ে বিরোধের জের ধরে এক পর্যায়ে সভাপতি গ্রুপের জাহিদ, মশিউর ও জহুরুল মিলে সম্পাদক গ্রুপের নাসিমকে দোতলা থেকে নিচে নিক্ষেপ করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
এদিকে, এ ঘটনার খবর পেয়ে শাহমখদুম হলের প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির কর্মকর্তারা আলোচনায় বসেছেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ক্যাম্পাসের হল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
(শীর্ষ নিউজ ডটকম/এমআর/এসএস/এসএম/১৩.৪১ঘ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।