আমি মেধায় সাধারণ,আইকিউ লজ্জ্বাজনক,বিশ্বাসে নাস্তিক,তর কে যুক্তিবাদী,সেবায় নিবেদিত,কর্মে ক্লান্তিহীন,সহ যোগীতায় প্রশস্থ হস্ত,ভালবাসায় অন্ধ,মনে প্রাণে উদার আকাশ ,নারী প্রণয়ে ভিতর বাহির উলট-পালট,আগাগোড়া সরল প্রাণ,বন্ধুত্বে শ্রদ্ধাশীল এবং স্বপ্নে স্বাপ্নিক। মিতা,প্রাগেতিহাসিক যুগ থেকে এই মিতা নাম টা এসেছে । উত্তরবঙ্গা এর তিস্তার রোদ পোহানো ঢেউগুলো আমার কানে কানে এসে বলেছে হে অভিশপ্ত কবি তোমার কবিতায় মিতা কে বাঁচিয়ে তোলো কারন বৃষ্টিজলে সে কতবার স্নান করতে এসে আমারে ছুঁয়ে গেছে এইতো কিছুদিন আগে অমর হবার বাসনায় "আত্বহুতি" দিল।
আমি তিস্তার কথা রাখলাম । ঘাঘটির কথা রাখলাম।
আচ্ছা,মিতা, একবার ভাবেন তো অন্যনাম দিলে কি যুতসই হতো ?
নামে চিন্তায় কর্মে এক হলে নাকি তাকে মিতা বলে ডাকে ।
আপনার আপত্তি থাকলে আমি পরিমার্জন করবো ।
আপনাকে কথা দিয়েছিলাম কথা রাখতে পেরেছি কি?
অফিস থেকে ফিরেই কিচেনে ঢুকে ভাবতে বসলাম রান্না আর স্নান শেষ করে মাত্র ২০ মিনিটে কবিতা টা লিখেছি ।
আমার সহায়ক ছিল আপনার একমাত্র ছবি আর জলজ কবিতাটি ।
একটা ঘোরের মাঝে ছিলাম ।
কবিতা টা প্রসব করতে পেরে আরাম লাগছে এখন ।
আপনার ওয়াল থেকে কবিতা সরিয়ে ফেলেছেন সে আপনার স্বাধিনতা আছে ।
আমার কবিতায় ধার আছে আপনার কাছেই জানলাম । কই কেউ তো ঐ ধারে কাটা পড়লো না ।
আপনি আমার আপন মানুষ তাই পরিপক্ক প্রশ্ন আশা করি ।
আমি মোবাইলের কারনে অনেক কথা লিখতে পারি না । পিসি বা ল্যাপটপ এ আমি দ্রত লিখতে পারি । কিন্তু উপায় নাই ।
আমি শব্দের জন্য স্ক্রিনে টাচ করলে গুগল বেটা আমার লগে সাপলুডু খেলতে থাকে ।
আমি আইফোনের গুগল বাঙ্গলা সফটওয়ার দিয়া লিখি ।
আমার ইচ্ছা থাকা সত্তেও অনেক কে কমেন্ট বা লিখতে পারিনা ।
জয় হোক মিতার স্বপ্নের । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।