আমাদের কথা খুঁজে নিন

   

রোকেয়া প্রাচীর সংখ্যালঘুতত্ব ।

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের । রোকেয়া প্রাচী । টিভি অভিনেত্রী, নতুন করে গজিয়ে উঠা ভুঁইফুর শুশীল । জীবনের বেশিরভাগ সময় অভিনয় নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেত্রী যে কখন , কোথায় কার কাছ থেকে সংখ্যালঘু তত্বের উপর ডিগ্রি নিয়েছেন তা আল্লাহ মালুম । তিনি দেশের ৯০% জনগনের ধর্ম ইসলামকে সংখ্যালঘুর ধর্ম বল্লেন ।

দেশের কথা বাদ দেন যদি উনি পৃথীবির সমষ্টিগত ইসলাম ধর্মের অনুসারীদের কথা বলে থাকেন তবুওতো ইসলাম ধর্মকে কোনভাবেই সংখ্যালঘুর ধর্ম বলা যায়না । সারা বিশ্বে প্রায় ১৫০ কোটিরো উপরে মানুষ ইসলাম ধর্মের অনুসারী বিশ্বের প্রায় ৫৫ টি দেশে ইসলাম প্রধান ধর্ম । আর বাংলাদেশতো ইসলামি বিশ্বের দ্বিতীয় মুসলিম প্রধান দেশই । জানিনা তিনি কিভাবে কোন পরিসংখান দার করিয়ে কি যুক্তিতে তার এই নিজস্ব সংখ্যা লঘুতত্ব জাহির করলেন । দিন বদলের ডিজিটাল সরকারের চেলারা শেষ পর্যন্ত তাহলে কি সংখ্যালঘুত্বের সংজ্ঞাটাও বদলে দিলেন !!! হায় আল্লাহ আমরা মুসলমানরা ৯০% হয়েও এই দেশে শেষ পর্যন্ত সংখ্যালঘু হয়ে গেলাম ! এটাও তাহলে দেখিবার বাকি রহিয়াছিল ।

(অবাক হওয়ার সাথে তীব্র রাগের ইমো হইবে) অতঃপর কেসটা বুঝিতে পারিলাম "পাগলে কিনা বলে "। ও রোকেয়া প্রাচী আপা তারাতারি মেন্টাল হসপিটালে যান আপনার মাথাটা মনে হয় এবার পুরা গেছে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.