২৫ জুন,২০১২ রাতে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে বিদ্যুত বিষয়ক টক শোতে অধ্যাপক আনু মহম্মদ, আনিসুল হক (ব্যবসায়ী), এ ,আরাফাত ও অন্য আরেকজন । শেষ ভাগ দেখতে পারায় তাঁর নাম না শুনতে পেরে যা বুঝা গেল তা হলো, অধ্যাপক আনু মহম্মদ ও ‘আরেকজন’ কুইক রেন্টালের বিরোধিতা সত্ত্বেও আনিসুল হক (অন্যতম কুইক রেন্টালভোগী) ও এ, আরাফাত (নির্বিচার আওয়ামী সাফাইবিদ) সাফাই গাওয়ার নিরন্তর অধ্যাবসায় জারী রেখেছেন। তবে সবশেষে বেপরোয়া হয়ে ‘আরেকজন’ চ্যালেঞ্জ দিয়ে বলেন,তিনি ৬ মাসের মধ্যে ৩৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন এবং তার দাম পড়বে ২.৫০ (আড়াই) টাকা প্রতি ইউনিট। হায় ডিজিটাল দেশ, ডিজিটাল সরকার, ডিজিটাল কুইক রেন্টাল, ডিজিটাল সরকারী দুর্নীতি আর ডিজিটাল ‘জাতীয় ইলেক্ট্রিক শক’! ডিজিটাল সরকার এই চ্যালেঞ্জ গ্রহন করবেন কি? আর সরকারী ‘ইলেক্ট্রিক শক’ থেকে আমরা বাঁচব কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।