Digital Bangladesh Warriors - fb.com/openbd
মেথোডঃ চলমান
টাইটেলঃ ডিজিটাল ফুটবল টুর্নামেন্ট
বিষয়টা কি হাস্যকর না ভাবার মত ?
কিন্তু আমার মনে হচ্ছে দেশের এই প্রত্যন্ত অঞ্চলের মূর্খ লোকগুলো সঠিক নামটিই দিয়েছে। তারা তাদের সামর্থ এবং প্রয়োজনের বাস্তবতম কথাটিই বলেছে।
কানাইঘাটঃ বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে জকিগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী একটা উপজেলা কানাইঘাট, সিলেটের জেলার একটি প্রত্যন্ততম জনপদ। নতুন প্রজন্মের সৃত্মীতে পনের বিশ বছরের ইতিহাসেই আছে তাদের বাবা চাচারা বিশ কিলোমিটার রাস্তা পায়ে হটে পারি দিয়ে সিলেট তামা বিল মহাসড়কে উঠতে সাথে চিড়া মুড়ি নিয়ে খুব ভোর বেলা যাত্রা শুরু করত। বাকি ৪০ কিমিঃ জাফলং জইন্তাপুর রোডের দুই বেলার বাসে চড়ে সিলেট পৌছুতে সন্ধা রাত।
পরেরদিন কোর্ট কাচারী করে তারও পরেরদিন ভোরে রওনা দিয়ে রাতে বাড়ি ফিরতে হতো। সেই বিশ কিলোমিটার রাস্তা এখনও দুইটা গাড়ি পাশাপাশি ক্রস করার মত চওড়া হয়নি।
উপজেলার সাতটি ইউনিয়ের তিনটি পর্যন্ত পাকা সড়ক আর বাকিগুলো কোথা কাঁচ রাস্তা কোথও আদৌ কোন রাস্তা নেই। উত্তর পূর্ব সীমান্তবর্তী দুইটি ইউনিয়নের পনেরটি গ্রাম নিয়ে এখনও বাঘ কেউর কমিটি আছে। গত মাসেই সর্বশেষ একটি কালো বাঘ লোকালয়ে চলে আসলে গ্রামবাসীর হাতে ধরা পরে।
উপজেলার মোট জনসংখ্যা প্রায় দুই লাখ, প্রধান জীবিকা কৃষি । স্বাক্ষরতার ৩৫ শতাংশ। সারা উপজেলায় একটি সরকারী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।