জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
শেখ হাসিনা তার ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে শেখ হাসিনা ভিডিও কনফারেন্স ব্যবহার করে নির্বাচনী প্রচারণাও চালিয়েছেন। পত্রিকায় পড়ে জানলাম, প্রতিটি জেলা প্রশাসকের অফিসের সাথে ভিডিও কনফারেন্স করার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে। শুনে খুব ভালো লাগল।
কিন্তু তার পাশাপাশি আরেকটি বিষয় করা খুব দরকার।
আইনশৃঙ্খলা রক্ষায় থানাগুলোকে ডিজিটাল করা দরকার। থানার পুরো ম্যানেজমেন্ট একটি কাস্টমাইজ সফটওয়্যার দ্বারা হওয়া দরকার। কাগজের ফাইলের পাশাপাশি থানার সমস্ত তথ্য কম্পিউটারে রাখা দরকার। শুধু টেক্সট নয়, গ্রাফিকস, অডিও ও ভিডিও সংযুক্ত করে প্রতিটি অপরাধীর প্রোফাইল তৈরি করা দরকার। এসব প্রোফাইল অন লাইনে প্রকাশ করা দরকার।
এ জন্য প্রতিটি থানার ওয়েব সাইট থাকা দরকার। এসব ওয়েব সাইটে একান্ত গোপন বিষয় ছাড়া থানার প্রতিদিনের কার্যক্রম প্রকাশ করতে হবে। তাছাড়া ই-মেইলে স্বরাস্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী কার্যালয়ে থানাগুলো থেকে প্রতিদিন রিপোর্ট পাঠানো বাধ্যতামূলক করতে হবে।
ডিজিটাল থানা করার জন্য আইটি প্রফেশনাল ছাড়াও পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক কম্পিউটার শিখতে হবে। প্রতিটি থানায় নিয়োগ দিতে হবে তাদের নিজস্ব ফটোগ্রাফার - যারা কোন অপরাধ সংঘটিত হলে তার স্টিল ইমেল ও ভিডিও সংগ্রহ করবে।
কোন কোন ক্ষেত্রে স্টিল ইমেজ ও কোন কোন ক্ষেত্রে ভিডিও সংগ্রহ করতে হবে তা আইন করে বাধ্যতামূলক করে দিতে হবে। এসব স্টিল ইমেজ ও ভিডিও সহযোগে অপরাধীদের একটি স্থায়ী ডাটাবেজ গড়ে তুলতে হবে। সংশ্লিষ্ট অপরাধী সম্পর্কে জানতে হলে কেবল তার ন্যাশনাল আইডি কম্পিউটারে ইনপুট করলেই তার সকল অপরাধের রেকড পাওয়া যাবে। ফলে পুলিশের পক্ষে অপরাধী ধরা এবং আদালতের পক্ষে তাদের বিচার করা সহজ হবে।
অন্যদিকে জনগণকে থানার এসব কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট করতে হলে থানার ফোন নাম্বার, ইমেইল এড্রেস ও ওয়েব এড্রেস পত্রিকায় প্রচার করতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।