সত্যই সুন্দর, সুন্দরই সত্য- জন কীট্স
স্যার,
সালাম নেবেন। আশা করছি ভালো আছেন, বাস্তবিক আপনাদের ভালো থাকতেই হবে। কারণ আপনাদের হাতে পনের কোটি আম জনতার ভাগ্যের চাবিকাঠি। আমরা যারা আম জনতা তারা ভালো থাকি বা না থাকি তাতে তেমন কিছু আসে যায়না। কিন্তু এই আম-জনতার ভাগ্যের চাবিকাঠি যে আপনাদের মতো নীতি নির্ধারকদের হাতে তাদের ভালো থাকতেই হবে, না হলে এই আম-জনতা আমাদের কি হবে স্যার?
স্যার আজ আপনাকে একটা গ্রাম্য গল্প বলার জন্য লিখতে বসলাম।
গল্পটা খুব বড় না, আশাকরি শেষ পর্যন্ত পড়ার সময় আপনার হবে। গ্রামের জনৈক ব্যক্তির পালের পনের হাজার টাকা দামের একটা গরু হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়লো এবং শীঘ্রই মরনাপন্ন অবস্থায় পৌছালো। লোকটি গ্রামের কবিরাজের কাছে গিয়ে গরুটির চিকিৎসা করার জন্য অনুরোধ করলো। কবিরাজ তার গরুর চিকিৎসা করার জন্য রজি হলো না, কারণ কবিরাজ তার কাছে আগেই অন্য গরু চিকিৎসার টাকা পাওনা ছিলো। লোকটি এবার কবিরাজকে প্রলোভন দেখিয়ে বল্লো গরুটি যদি ভালো হয়ে যায় তাহলে গরুটি আমি বিক্রি করে দেবো।
আপনি যদি আমার গরুর রশিটি কিনে নেন, তাহলে আপনার কাছে আমি গরুটি পাঁচশত টাকায় গরুটি বিক্রি করে দেব। এই টোপে কাজ হলো এবং কবিরাজ চিকিৎসা করতে রাজি হলো, কিছুদিন পর গরুটিও ভালো হয়ে গেলো। কথা মোতাবেক কবিরাজ ৫০০ টাকা দিয়ে লোকটির কাছে গরু চাইলো। এবার লোকটি বল্লো, আমি ৫০০ টাকায়ই আপনাকে গরু দেব, তবে তার আগে আপনাকে গরুর রশিটি কিনে নিতে হবে। কবিরাজ জিজ্ঞাস করলো, রশির দাম কতো? লোকটি বল্লো, বিশ হাজার টাকা।
গল্পটা এখানেই শেষ।
তবে গল্পের বিপরীত একটা খবর আপনাকে বলি।
গত বছরের মার্চে ২ জিবি ডিডিআর ২ RAM-এর খুচরা মূল্য ছিলো ১৬০০ টাকা।
এক-দের বছরে দেশ অনেক এগিয়েছে। অ্যানালগ থেকে ডিজিটাল হয়েছে।
৪৫% ট্যাক্স-এর বদৌলতে ২ জিবি সেই র্যামের দাম এখন ৩৭০০ টাকা। আবার ৩২০ জিবি হার্ড ডিস্কের দাম ৩৩০০ টাকা। আমাদের কি সৌভাগ্য আমরা এখন ২ জিবি র্যামের দামের চেয়ে কম দামে ৩২০ জিবি হার্ড ডিস্ক কিনতে পারি!! ২ জিবি RAM এর দাম যদি ৩৭০০ টাকা হয় তাহলে তো ৩২০ জিবি হার্ড ডিস্কের দাম দশ হাজার টাকা হওয়া উচিত! কিন্তু আমাদের ডিজিটাল সরকারের বদৌলতে আমরা তা ২ জিবি র্যামের দামের চেয়েও কম দামে পাচ্ছি!! জয়তু ডিজিঠাল বাংলাদেশ!!!
ধন্যবাদ স্যার, ভালো থাকবেন।
হুবহু এই চিঠিটাই পাঠিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশের প্রণেতা মোস্তফা জব্বার সাহেবের কাছে। সাধারণত তাকে মেইল করে কয়েক ঘন্টার মধ্যেই উত্তর পেয়ে যাই।
কিন্তু এই মেইলটা করেছি ২ দিন হয়ে গেলো, কোন উত্তর পাইনি। ধরেই নিলাম এর কোন উত্তর তার কাছে নেই। এবার ব্লগে দিলাম, জানি সরকারের কেউ এটা পড়বেন না, তবে ব্লগে ভাগাভাগি করা হলো, এই যা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।