যাও তবে অবশ্যই সন্মুখে। পিছিয়ে পড়োনা কারণ ব্যর্থতার কোন সিঁড়ি নেই।
কতটুকু সুখে সুখী হও তুমি
কতটুকু দু:খে কাতর,
কতটুকু শোক ভেঙ্গে দেয় মন
হয়ে যাও তুমি পাথর?
কোন বেদনায় ব্যথিত হৃদয়
জ্বলে ধুক ধুক করে,
কতটা যাতনা পুড়ে দেয় মন
উড়ে যায় চলে দূরে?
কখন তোমার হৃদয় আকাশে
উঠে একফালি চাঁদ,
কখন হঠাৎ ডুবে যায় ফের
আসে নিদারুণ রাত?
পাহাড় সমান নিদারূণ শোক
বুকে বাসা কভু বাঁধে?
দিশা না পেয়ে হৃদয় তোমার
ডুকরে উঠে কি কেঁদে?
না, না ওসব ভুবনের ভয়
দিওনাকো কভু ঠাই,
প্রভুকে বল তার কাছে ছাড়া
যাবার কোথাও নাই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।