কতটুকু সত্য এই PTC? আজকাল বাংলা কিংবা ইংরেজি ব্লগিং সাইটগুলোতে পিটিসি সাইট সম্পর্কে পোষ্ট পাবেন না এইরকম সাইট খুজে নেয়া কঠিন। সাবধান! সাবধান!! সাবধান!!! কারো পোষ্ট পরেই সিদ্ধান্ত নিতে যাবেন না যে,এটি হয়ত আপনার জন্য অনলাইন আয়ের সঠিক পন্থা এবং সহজ তো অবশ্যই। এখানেই আপনার ভুল। আপনি কি জানেন বর্তমানে হাজার হাজার লক্ষ্য লক্ষ্য পিটিসি সাইট তৈরী হচ্ছে দিনের পর দিন। তবে এসব সাইটের মধ্যে কিছু মাত্র সাইট আছে যারা শুরু থেকে পেমেন্ট করে আসছে এবং এগুলোতে আপনি নিসন্দেহে কাজ করতে পারবেন এবং পেমেন্ট পাবেন ১০০%।
আর কিছু সাইট কিছু সময় পে করে প্রতারণা করে, আর কিছু সাইট পাবেন ১০০% ভুয়া যাতে আপনি পা দিলেন তো ঠকলেন। বিশ্বাস করে তার আপনাকে প্রতি ক্লিক-এ ১০ডলার ২ ডলার আরো অনেক কিছুর লোভ দেখাবে। আসুন সামনে এগিয়ে যাই কিছু অভিজ্ঞতা নিই যা আপনার কাজে লাগতে পারে- কি এই PTC সাইট? পিটিসি সাইট হলো যারা তাদের সাইটে রেজি কারী গ্রাহকদের তাদের সাইটে আসা বিজ্ঞাপনগুলো দেখার বিনিময়ে অর্থ প্রদান করে। সাইট কর্তৃপক্ষ বিজ্ঞাপনদাতা থেকে যে অর্থ পায় তার অংশ যারা বিজ্ঞাপন দেখবে তাদের দিয়ে থাকেন। এইসব সাইট থেকে আপনি কত আয় করতে পাববেন? ভাল মানের প্রায় সাইটগুলো তাদের মেম্বার অনুযাযী প্রতিটি বিজ্ঞাপন দেখার বিনিময়ে ০.০০১ থেকে ০.০২ সেন্ট (১০০ সেন্ট=১ ডলার) প্রদান করে।
মনটা খারাপ হয়ে গেল না। প্রতি ক্লিকএ অর্থাত প্রতি বিজ্ঞাপন দেখার জন্য এত কম অর্থ দেয়? এসব সাইটে আপনি রেফারেল করার মাধ্যমে আপনার আয়কে অনেকগুণ বৃদ্ধি করতে পারবেন। প্রতি মাসে ১০০০ ডলার পর্যন্ত। আপনাদের পুরো ব্যাপারটা সর্ম্পকে ধারণা দিতে পোষ্টটাকে লম্বা করতে হচ্ছে তাই মনোযোগ দিয়ে পড়ুন। এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে এইখানে http://www.openwork24.blogspot.com ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।