আমাদের কথা খুঁজে নিন

   

সামুর কবিতা প্রেমিদের জন্য আমার কিছু কবিতা উত্‍সর্গ করলাম

একটু সাজাতে পালতোলা জীবন আমার সংসার সাগরে, বাতাসের প্রবাহে কোথায় যাচ্ছে ভেসে জানিনা । কখনো তীব্র, কখনো আস্তে বাতাসের ধাক্কা পালে লেগে যাচ্ছে দ্রুত আবার ধীর গতীতে । কবেজানি প্রচন্ড ঝরো হাওয়ায় পাল ছিড়ে তলীয়ে যাবো সংসার সাগরে । সেদিন খুব নিকটে তবুও চেষ্টা করছি পালতোলা জীবনটাকে একটু সাজাতে । আমার প্রিয় ঘুম, আর কত দিন জেগে রবো চোঁখে যে আমার অনন্ত তৃষ্ণা ... হঠাত্ একদিন ঘুমোতে যাবো কেউ যেন বৃথায় ডাক দিসনা ।

এ ঘুমে স্বপ্ন নেই, শেষ নেই, নেই বিতৃষ্ণা এসব ভেবে অকারনে কষ্ট নিসনা । জেগে জেগে থাকবি কতকাল ঘুমতে হবে না ? পেরিয়ে গেছে সকাল বিকাল । জেগে থেকে স্বপ্ন যত দেখলি তোরা অকারনে দেখিতা সবাই মোরা । জগত মায়ায় নেইযে আমার জেগে থাকার ধুম এখনি যদি আসে আসুক আমার প্রিয় ঘুম । প্রকৃত বন্ধু, ভুলে গেছি রাগ ভুলিনি দাগ মনেপড়ে যায় দিনগুলো হায়; দুঃখের দিনে যারা হয়েছিলো হারা সুখের দিনে তারা দিয়েছে আবার সাড়া; হয়ে গেলে সাবার চলে যাবে আবার কষ্টে রবো একা সেদিন যারা দিবে দেখা; তারা হয়ে রবে প্রকৃত বন্ধু সবে জড়িয়ে বলবো বুকে তোমাদের নিয়ে আছি সুখে; চাইনা সুসময়ের বন্ধু চাই দুস্ময়ের শুধু ।

তোমরাও দুঃখের দিনে নিও আমায় চিনে সুখের বন্ধু সুসময় নাকি দুঃখের বন্ধু চিনবে আমায়; প্রমান পাবে তুমি দুঃখের দিনে যদি থাকি আমি; বন্ধু তোমার কেমন বন্ধু আমি জানবে তুমি জানবে সেদিন । । অদ্বিতীয়াশ্চার্য ভালোবাসা চীনের মহাপ্রাচীরের এপাড় ওপাড় পেরিয়ে যাওয়া যায় দুপাড়, তোমার মনের প্রাচীর ডিঙ্গিয়ে যেতে পারবো কি হৃদয় রাঙ্গিয়ে ? মিশরের পিরামিড রেখেছে যেমন করে অক্ষত মমি যুগের পর যুগ বুকে ধরে, মনের ভিতরে রেখেছি তেমনি আমি শুধু একজন; চিরদিনের জন্য একমাত্র তুমি । ব্যাবিলনের শূন্য উদ্যান নাকি গড়েছিলো নিবুচাদ নিজার; একটি সৌন্দর্য্য বিশ্বকে দিলো, ঐযে তোমার মনে জীবনের সর্বস্ব দিয়ে পারবোকি নিতে এইযে আমি ভালোবেসে একটুখানী সুখ দিতে ? মমতাজের জন্য তাজমহল বানালো আগ্রায় গিয়ে শাজাহান ২১ হাজার শ্রমিকের ২২ বছরের শ্রমদিয়ে, আমি কি পারবোনা ভালোবাসার একটি বাড়ি বানাতে পারতেই হবে শুধু তোমার জন্য, তোমাকে পেতে । "অপূর্নতা" বিশ্বাস কর আমি সহস্রাধিক ফুল চাইনি মনেমনে শুধু একটি ফুল চেয়েছি হোকনা কিছুটা কন্টকযুক্ত গন্ধবিহীন যেমনি পাপড়ির কমলতা আর ভালোবাসা স্পর্শেই কিছুটা পেয়েছি বেদনা গুলো মলিন হল স্বপ্ন গুলো রঙ্গিন হল হৃদয়ে ঢেউ এলো দ্বিধা দন্দ ভেসে গেলো তুমিযে কাছে এসে মন্ত্রের সুর হৃদয়ে গেথে দিলে কেড়ে নিলে ডাকাতের মত লুঠে নিলে কি বিষন্নতা কি আকুলতা জেগে দিলে কি ভাবনা কি চাওয়াতে প্রতিক্ষা বেড়ে গেলো ।

অদেখা বাধনের বাধন এতো শক্ত কেন ? আমি হায় এ বাধন ছিড়বো আর কেমনে । কেন তুমি বললে এমন কথা যে কথায় মগ্ন হলাম হৃদয়ের শূন্য ঘরে বিশ্বফেলে কেন তুমি এমন করলে ললাটে চুমু দিয়ে ভালোবাসার জন্ম দিলে । মায়াবি এদিন মায়াবি এরাত সবি সবি মনে হয় অনন্তকাল তুমি বিহীন তুমি বিহীন ব্যর্থ মধুর জোসনা রাত স্বপ্নেরঘোর তুমি বিহীন অপূর্ন প্রতিটি ক্ষন, কামবাসনা আর তোমার পরশে তোমার বুকেতে আমার সূখ আমার বসন্তকাল । মনে পড়ছে বড় বেশী মনে পড়ছে তোমায় ললাটে গড়িয়ে পরা অশ্রুর ধারা তোমার চুম্বনের অদৃশ্য দাগ মুছতে পারেনি পারেনি শান্ত করতে আমায় বিরহের অনল । তুমি বিহীন আমি অপূর্নই রয়ে গেলাম আমি ঐ চঁন্দ্রের মত একা উদাসী ভাবনায় রয়ে গেলাম তাই বুকের মাঝে তোমায় রেখে দিলাম।

এখানকার সব লেখা © লেখকের। কোন রকম পরিবর্তন বা পরিবর্ধন করে অথবা পুরোপুরি নকল করে এখানকার লেখা প্রকাশ করা যাবেনা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.