কে বলে পুর্নজনম নেই? এক জনমেই বার বার ফিরে আসা কবর থেকে ভেসে আসে জাতিস্মর স্মৃতি। একযুগ পরে আবারো তুমি আমি প্যারিসে শহরতলী পাবে মুখোমুখি - শরীরে এখনো পাও কি তুমি বুনোগন্ধ? পুর্নজনমে তুমি আমি - সময়চাবুকে বড়বেশী অচঞ্চল। বাতাস মৌ মৌ তরতাজা তুমি আজো সেই বেলীফুল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।