আমাদের কথা খুঁজে নিন

   

হওয়ায় ভেসে খবর আসে-২

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

দেশে প্রিন্ট মিডিয়ার সংখ্যার সাথে সাথে যখন ইলেকট্রনিক মিডিয়া বাড়তে থাকল তখন থেকেই খবর এর নান রং বৈচিত্র্য বাড়তে থাকল । আবার তথ্যের অবাধ প্রবাহের ঢেকুর তুলে সংবাদ পরিবেশকরা নিজেরাই সরকারের প্রেসনোট ছাপাতে ব্যস্ত হয়ে পড়ে । যদিও একুশ শতক অবাধ তথ্য প্রবাহের কিন্তু তার সাথে ‌‍‌‌‌'‌অজানার ডাকে পাড়ি জমানো বাংলাদশ' সরকারের কোপানলে পড়ে দোকান বন্ধ হওয়াও নতুন কিছু নয় ।

অবাধ তথ্য প্রবাহের জোয়াড়ে বাংলাদেশে খবর এখন বাতাসে ভাসে । যে কেউ আকাশে পাতিয়া কান শুনবেন নানা রকম খবরের শিরোনাম । সকালে একরকম বিকেলে আরেক রকম , আবার কখনও রকমহীন নানারকম চমকপ্রদ সব খবর । ইদানিং সরকারের বিএনপি বিএনপি খেলা দেখে দেশের আপামর জনগন সবাই দর্শক বনে গেছে । সরকারের ভূমিকা যেখানে আম্পায়ার হওয়ার কথা সেখানে সরকারকে কোচ কাম প্লেয়ারের ভূমিকায় দেখা যাচ্ছে ।

খালেদা পন্থীদের সাইজ করতে সরকার একজনকে হাসপাতালে ভর্তি করাল আরেকজনকে আজ হাজতে নিয়ে গেল । আসল খবর সেটা নয় এসব খবর আপনি সবখানে পাবেন কিন্তু বাতাসে পাবেন না । বাতাসে ভাসা খবরের বৈচিত্র এবং রং আরো কঠিন । মহাসচিবহীন সরকারের বিএনপিতো নাকি মহাসচিব সংকট । সেই সংকট কাটাতে নাকি বর্তমান সেনাপতিকে আহবান জানানো হয়েছে ।

খুব শীগগিরই নাকি আমারা এমন খবর দেখতে পাব । এ খবরের উৎস নাই । নো হেড নো টেইল । বাতাসে ভাসা খবর । সত্য মিথ্যে এমনকি আদৌ কোন অস্তিত্ব আচে কিনা জানি না ।

তাই আমরা যারা দর্শক , পর্দা উঠার অপেক্ষায় থাকি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.