ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
স্বপ্নের সাথে স্বপ্নের দেশে
ঘুরতে যখন যাই,
স্বপ্নের রেশে স্বপ্নের বেশে
প্রিয়ারে খুঁজে পাই।
বিষমাখা এই দুখের মাঝে
হঠাৎ তাহারে পেয়ে,
হৃদয় আমার পুলকিত সুরে
ওঠে যে গান গেয়ে।
গানের তালে প্রেমের পালে
লাগে দারুণ হাওয়া,
সেই হাওয়াতে প্রেম তরী মোর
প্রেম তালে হয় বাওয়া।
উদাসী মন হুতাশ হৃদয়
আনন্দে যায় ভেসে,
সুখের তরীতে কুটিকুটি হয়
প্রিয়া যে আমার হেসে।
মুক্তাঝরানো সেই হাসিতে
কত যে সুখ থাকে,
তার হিসেব লিখা আছে যে
হৃদয়ের বাঁকে বাঁকে।
স্বপ্নপুরীর সবটুকু সুখ
চরণে তাহার রেখে,
হারাই আবার স্বপ্নের দেশে
সেই সুখ দেখে দেখে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।