না, প্রকৃতিও পারে না ফেরাতে তপোমগ্ন প্রেমিক আঁকে বিমূর্ত প্রেম দু:সহ সময় ক্যানভাসে - লয় পায় অতীত, বর্তমান, ভবিষ্যৎ সময়হীন সময়ে শেষটায় প্রেমই জয়ী। কে বলে প্রাগ্রসর প্রেম সহসা নিশ্চল! ঈশ্বরের বাণীর মত অব্যয় অক্ষয় প্রেম সঞ্চারিত ভালবাসায় ভূমি কর্ষণে প্রেমিক উদ্বেলিত তুমি তোমার মন, দেহ নাভিমূলে জাগে সাড়া। এভাবেই একবার, দুবার, তিনবার সহস্রবার গোলা ভরে ভালবাসা ফসল। প্রগাঢ় ভালবাসায় নির্মূল আজ ব্যর্থপ্রেম প্রপঞ্চ। প্রেম জানে না ণত্ব ষত্ব বিধান যোগ্যতা-অযোগ্যতা বায়োডাটা অচল কানাকড়ি নিপাতনে সিদ্ধ প্রেম ছোঁয় শুধুই তোমাকে বাতাসে শোন আজ প্রত্যয়ী প্রেমিক কন্ঠ - 'তোমাকেই ভালবাসি প্রিয়তমা'।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।