আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকেই বলা যায়



যে নাম ধরে পাপড়ি উড়াতে উড়াতে তুমি অতিক্রম করেছো নদী , সে নাম এখন মুছে যাবার অপেক্ষায়। একটা বিনয়ী বিকেল ঠিক এর আগে জানিয়েছে বিদায়ী সম্ভাষণ।একটা শালিখ দাওয়ায়, ডানা ঝাপটাতে ঝাপটাতে সাজিয়েছে বিরহ।পাইনি অনেক কিছুই , কিংবা যে তুমি না পাওয়া শালুকচিত্র ধারন করে উজান উত্থানকে জানিয়েছো স্বাগত , এখন সেই তুমিও গ্রহমুখী। যে গ্রহের নাম অশ্রুহ্রদ । জানি ,থাকেনি অনেক কিছুই। চুম্বনচৈতন্য দিয়ে ঘেরা পথ মিশে গেছে অন্য মেরুতে। তবু , নারী তোমাকেই বলা যায় - আমি ভালো না থাকলে কবিতারা ভালো থাকে না - বলেই আমাকে ভালো থাকতে হয়, মাঝে মাঝে খুব সুখী মানুষের ভূমিকায় করে যাই ; নির্মম অভিনয় ! ছবি- এগরন এনিও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।