আমাদের কথা খুঁজে নিন

   

আমি তোমাকেই বলে দেব

"এই মুখরিত জীবনের চলার বাঁকে ... অজানা হাজার কত কাজের ভীড়ে ... ছোট্ট বেলার শত রঙ করা মুখ ... সুর তোলে আজো এই মনকে ঘিরে"
আমি তোমাকেই বলে দেব কিযে একা দীর্ঘরাত আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভূলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভূল দরজায় ছুঁয়ে কান্নার রঙ ছুঁয়ে জোসনার ছায়া ছুঁয়ে কান্নার রঙ ছুঁয়ে জোসনার ছায়া ------------------------------------- আমি তোমাকেই বলে দেব কিযে একা দীর্ঘরাত আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভূলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভূল দরজায় ছুঁয়ে কান্নার রঙ ছুঁয়ে জোসনার ছায়া ছুঁয়ে কান্নার রঙ ছুঁয়ে জোসনার ছায়া --------------------------------------- আমি কাউকে বলিনি সে নাম কেউ জানেনা না জানে আড়াল আমি কাউকে বলিনি সে নাম কেউ জানেনা না জানে আড়াল জানি কান্নার রঙ জানি জোসনার ছায়া জানি কান্নার রঙ জানি জোসনার ছায়া -------------------------------------- তবে এই হোক তীরে জাগুক প্লাবন দিন হোক লাবন্য হৃদয়ের শ্রাবন তবে এই হোক তীরে জাগুক প্লাবন দিন হোক লাবন্য হৃদয়ের শ্রাবন তুমি কান্নার রঙ তুমি জোসনার ছায়া তুমি কান্নার রঙ তুমি জোসনার ছায়া -------------------------------------- আমি তোমাকেই বলে দেব কিযে একা দীর্ঘরাত আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভূলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভূল দরজায় ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোসনার ছায়া ছুঁয়ে কান্নার রঙ ছুঁয়ে জোসনার ছায়া
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।