আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকেই ভালোবাসি

আমার কবিতা আমাকে ঘুমাতে দেয় না

আমার প্রেয়সী শিক্ষা ভ্রমণে যাইতছে, সমুদ্র সৈকত কক্সবাজার। এখন ঢাকার কাছাকাছি অবস্থান করিতেছে। বান্ধবীদের সহিত থাকিয়াও নাকি তাহার মন খুব খারাপ করিয়াছে। তাহাকে সঙ্গ দিতে না পারিয়া ও তাহার একাকীত্বের কথা ভাবিয়া একখানা কবিতা রচনা করিলাম। তোমাকেই ভালোবাসি নীলিমায় বিস্তৃত তুমি, অসীম তোমার হৃদয় তুমিই শ্বাশ্বত জীবন, বেঁচে থাকার শেষ আশ্রয়, তুমিই শ্রেষ্ঠ শিল্পকর্ম, আর্তি ও ভালবাসায় তোমাতেই অশ্রু ও প্রেম চির সত্য হয়।

তুমি এই তপ্ত বুকে, শ্রেষ্ঠ মরুদ্যান স্বপ্নে দেখা কাঙ্খিত নারী, তৃষিতের তৃষ্ণার জন্য তুমিই প্রতিটি পঙতিতে, শ্রেষ্ঠ কাব্য সংকলন তোমাতেই এই নিঃস্ব কবির, আলু থালু ব্যাকুল মন। সুখ বেদনায় সহায় তুমি, নিশিদিন ধ্যান তুমিই নিসর্গের নদী আর বন, নিখাদ শষ্যের জমি তোমাতেই সঁপেছি সবটুকু বিশ্বাস হৃদয় আর অঞ্জলী নিদ্রা-জাগরণে অবুঝ কবি তাই তোমাকেই ভালবাসি। এই কবিতা পড়িয়া যদি তাহার একটু মন ভাল হয়। তাই এই অপচেষ্টা করিলাম। আপনারা দোয়া করিবেন তাহাদের ভ্রমণ যেন নিরাপদ ও আনন্দময় হয়।

অধম কাঙ্গালের এই কামনা রহিল। :

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।