কলপনার মাঝে ভেসে আছি
গভীর থেকে গভীরতর রাত
সময় যে কাটছে না,
মিষ্টি গন্ধে হাওয়া বয়ে চলেছে একা
অসীমের দূর পানে আমার চেয়ে থাকা,
এবারে নামবে বরষার ধারা
উচাটনে ভিজে হব বাধন হারা ।
শূন্য বদনে চেয়ে আছি জোছনার দিকে
এক মুহূর্তের জন্যও হারাতে চাই অজানার বাঁকে,
অপরূপ ছায়া তীব্র আক্রোশ
সহ্য করতে পারছি না
মিথ্যে অহমিকা মিথ্যে কামনার জালে হয়েছি বন্দিনী
নয়ন দুটি যেন আমার চলন্ত তটিনী
পরাজয় আমি মানিব না কভু
সার্থক কর মনের বাসনা প্রভু
সহস্র দিনের মজুত ভালবাসা
অগ্নিদগ্ধে পুড়ে হলেও ছাই
সঙ্গি হিসেবে আমি তোমাকেই চাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।