আমাদের কথা খুঁজে নিন

   

কোরআন আসলে কি? (১)

দেশের মানুষের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য প্রয়োজন। বিসমিল্লাহির রহমানির রাহীম, আমাদের মনে মাঝে মাঝেই প্রশ্ন জাগে, কোরআন আসলে কি? কেন এর আগমন? আসুন দেখি স্বয়ং আল্লাহতা'লা এ সম্পর্কে কি বলেছেন, ১। "এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, যা আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য এক পথনির্দেশক। " ( সুরা বাকারা, ২:২) ২। "রমজান মাস, যার মধ্যে বিশ্বমানবের জন্য পথপ্রদর্শক এবং সুপথের উজ্জ্বল নিদর্শন ও (সত্য ও মিথ্যার) প্রভেদকারী কুরআন অবতীর্ণ করা হয়েছে" (সুরা বাকারা, ২:১৮৫) ৩।

"আর এভাবেই আমি তোমার প্রতি ওহী করেছি রূহ (কুরআন) আমার নির্দেশে; তুমি তো জানতেনা কিতাব কি ও ঈমান কি, পক্ষান্তরে আমি একে করেছি আলো যা দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ-নির্দেশ করি" (সুরা শুরা, ৪২:৫২) ৪। "হে মানবকুল, অবশ্যই তোমাদের প্রভুর কাছ থেকে তোমাদের কাছে নিশ্চিত প্রমাণ অবতীর্ণ হয়েছে এবং আমরা তোমাদের জন্য এক স্পষ্ট আলো নাযিল করেছি (এই কুরআন)। তাই যারা আল্লাহয় বিশ্বাস করেছে এবং একে (এই কুরআনকে) আঁকড়ে ধরেছে, তিনি তাদের তাঁর করুণা ও দয়ার আশ্রয় দেবেন এবং তাদের এক সরলপথের মাধ্যমে তাঁর দিকে নিয়ে যাবেন। " (সুরা নিসা, ৪:১৭৪-১৭৫) ৫। "(হে মানবকুল) অবশ্যই আমরা তোমাদের জন্য একটি কিতাব নাজিল করেছি যাতে তোমাদের জন্য রয়েছে সম্মান ও মর্যাদা (যারা তা অনুসরণ করবে তাদের জন্য)।

তোমরা কি তাহলে বুঝবেনা?" (সুরা আম্বিয়া, ২১:১০) ৬। "এবং আমরা এই কুরআন নাযিল করেছি যা বিশ্বাসীদের জন্য শিফা ও রহমত। আর জালিমদের জন্য এটা তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করেনা। " (সুরা বনী ইস্রাইল, ১৭:৮২) ৭। "বিশ্বাসীদের মাঝে, আল্লাহ তাদের মধ্য থেকে এমন একজন রাসুল প্রেরণ করে তাদের উপর এক বিরাট অনুগ্রহ করেছেন, যিনি তাদের মাঝে আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনান, তাদের পবিত্র করেন, তাদের হিকমত শিক্ষা দেন, অথচ ইতিপূর্বে তারা স্পষ্টত বিপথগামী ছিল।

" (সুরা আলে-ইমরান, ৩:১৬৪) তাহলে দেখা যাচ্ছে, কোরআন হচ্ছে একটি পথনির্দেশক আলোর মতো। গোলকধাঁধাঁময় মানুষের জীবনে সঠিক ও সরল পথের দিশা দিতেই মহান আল্লাহতা'লা এই রহমত ও আলো আমাদের কাছে পাঠিয়েছেন। এবং আমরা আরো জানতে পারি কোরআন হচ্ছে আমাদের জন্য শিফা বা আরোগ্য। তাহলে এটি কি ধরণের রোগের আরোগ্য? শারীরিক নাকি মানসিক? মুসলিম স্কলারদের মতে দুটোই। আমাদের একটি বড় সমস্যা হলো আমরা বিজ্ঞান-দর্শনের অনেক ক্ষেত্রেই কোরানের রেফারেন্স টানলেও জীবনে চলার দিক-নির্দেশক হিসেবে এর অবস্থান ভুলে যাই।

অথচ মহান আল্লাহতা'লা এক্ষেত্রেই সর্বোচ্চ জোর দিয়েছেন ও স্পষ্টভাবে বলেছে। অতএব আসুন, কোরআন বুঝে পড়ি। জীবনের যেকোন সমস্যার জন্য প্রথমেই কোরআনের দ্বারস্থ হই। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.