মানবতার জয় হোক!! রাত যত গভীর হয়,সারাদিনের
ক্লান্তি এসে ক্রমেই দেহমন অবসন্ন
করে তোলে। কিন্তু ঘুম যে আসেনা!
বিহ্মিপ্ত সব চিন্তাধারা মাথায়
গোলকধাঁধাঁর ন্যায় ঘুরতে থাকে।
স্বার্থপর পৃথিবী যেন আমার শ্বাস
রূদ্ধ
করে দিতে চায়। অপ্রাসঙ্গিক
ঝামেলা সমূহ হতে মুক্তি পেতে যে একটু
খোলা আকাশের নীচে দাঁড়াবো,সে উপায়
ও
নেই। কংক্রিটের উঁচু উঁচু দালানের
অহংকার ঝাঁপিয়ে একটুখানি সূর্যের
আলো পৌঁছাতে যেখানে হাজার
কাকুতি মিনতির প্রয়োজন
হয়,সেখানে আকাশ দেখার ইচ্ছে পোষন
করা তো নিতান্তই আকাশ-কুসুম
চিন্তা!
তারপরও মাঝে মাঝে ফাঁকফোঁকর
দিয়ে আকাশ দেখার ব্যর্থ চেষ্টা করি।
সেই সাথে ইকারুস কিংবা ফিনিক্সের
মতো আকাশে ওড়ার ব্যর্থ প্রয়াসও
কিছুটা চলতে থাকে।
কি করবো,আমার
যে এই শৃঙ্খলাবদ্ধ জীবন আর ভাল
লাগে না!
কই,জীবনানন্দের
কবিতা তো আমার কাছে রসহীন
মনে হয়
না!
পাবলো পিকাসোর চিত্রকর্ম
তো আমার কাছে মলিন মনে হয় না!
তবুও
কেন জীবিকা নির্বাহের
তাগিদে,নাকি অন্য কোনও
কারণে আমাকে এই দুঃসহ
শৃঙ্খলে আটকে থাকতে হয়?
আমার
বাবা-
মায়ের চোখ জুড়ে যখন
আমাকে নিয়ে হাজারো স্বপ্ন
আনাগোনা করে,তখন আমার চিন্তা-
চেতনা উল্টো স্রোতে ভাটির
দিকে যায়।
সেই মন্দাকিনী ধারায়
থাকে মুঠো ভর্তি শ্বেত শুভ্র বেলী ফুল
অথবা উঠোন ভরা আগুন
রাঙা কৃষ্ণচূড়া।
থাকে আমার হৃদয়ের একান্ত আপন কিছু
প্রেহ্মাপট।
আরো থাকে আমার
কল্পপুরুষ,যে আমার কাছে আকাশের
নীলের মতোই ধ্রুব কিংবা ভোরের
সূর্যের
আভার ন্যায় রক্তিম।
তবুও
আমি স্বপ্নে বাঁচি। আমার
আমি অপেহ্মা করতে থাকে আনন্দপূর্ণ
এক জীবনের। যেখানে থাকবে ইচ্ছা-
আকাঙ্খার
প্রাধান্য,থাকবে জ্যোসনাবিলাস,থাকবে নবধারার
জলে স্নানের নিমন্ত্রন।
পৃথিবীর
বুকে আর কোন মানব জন্ম
বৃথা হবে না।
শঙ্খনীল কারাগার নামক
অজ্ঞাতকুলশীল
কষ্টটি বিনষ্ট হবে।
আমার বসবাস আর
কোন শঙ্খের মধ্যে সীমাবদ্ধ
থাকবে না....॥
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।