কল্পিত সুখ শুধু কল্পনায় সুন্দর বাস্তবতায় খুব বেমানান। তোমাকে বার বার দেখতে চেয়েছি তাই আজ আমি একা, দুজনের জন্য একটা প্রজাপতি কি আজও অপেক্ষা করছে- ফুলের সেই ছোট্ট বাগানে যেখান থেকে আকাশটা একটু বেশী নীল? তোমাকে বাঁধতে চেয়েছি তাই আজ আমি পরাজিত প্রেমিকা, মাছরাঙা টা আজও কি দুঃসাহসী উড়াল দেয় সেই ঝিলে- যার দু-ধারে শরতের শেষ কাশফুল গুলো ফোটে? তোমাকেই ভালবেসেছি বলে আজ প্রশ্ন আমি নিজেই, ভেঙ্গেছিলে বলেই আজ দাঁড়িয়েছি নিজের অস্তিত্তের বলয়ে। উত্তর চাইবোনা আজও- থাক, আমার মাঝেই থাক তোমার সীমাবদ্ধ শেষ ভাংচুর। (অনেকদিন পর আবার আমার শব্দেরা কবিতা হতে চায়, প্রতিবারতো আর আমি বাধা হতে পারিনা।আমার কবিতারা আবার কথা বলতে শিখতে চায়। ওরা কথা বলতে বেশ জড়িয়ে যায় আজ কাল। ওদের আমি তবুও ভালোবাসি, একটু সময় নিয়ে, একটু দূরে থেকে কিন্তু ভুলে থেকে নয়।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।