শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগেই বিসিবিকে মুখোমুখি হতে হয়েছে নানামুখি সমস্যার। নিরাপত্তার অজুহাতে ভেস্তে যেতে বসেছিল সিরিজটি। সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় খেলতে এসেছে দ্বীপরাষ্ট্র। সিরিজ চলাকালীন 'বিগ থ্রি' দ্বি-স্তর টেস্ট ক্রিকেটের প্রস্তাবে শেষ হতে বসেছিল টাইগারদের ভবিষ্যত টেস্ট খেলা। সেটাও ক্রিকেট কূটনীতিতে বেশ ভালোভাবেই সামাল দিয়েছে ক্রিকেট বোর্ড।
এসব ঝামেলাকে পাশ কাটিয়ে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছিল, ঠিক তখনই জড়িয়ে পড়েছে নতুন বিতর্কে। আজ থেকে দুই ম্যাচের টি-২০ সিরিজ। তার আগে তামিম ইকবালকে নিয়ে বিতর্কের মুখে পড়েছে ক্রিকেট বোর্ড ও দল। এ এমন এক বিতর্ক যাতে চিড় ধরতে বসেছিল টাইগারদের আত্মবিশ্বাসে। সেটাও সামাল দিয়েছে।
তবে জোড়াতালি দিয়ে। টি-২০ সিরিজের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজার নাম ঘোষণার পরপরই সহ অধিনায়কের পদ ছেড়ে দেন তামিম। লোকাল বয়ের এমন ঘোষণায় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ খুঁজে পেয়েছেন অনেকেই। কিন্তু সেসব কিছু নয় বলে পাশ কাটিয়েছেন দেশের পঞ্চম টি-২০ অধিনায়ক মাশরাফি। আজ থেকে যে সিরিজের শুরু, তাতে টি-২০ র্যাঙ্কিংয়ের এক নম্বর দলের বিপক্ষে পজেটিভ ক্রিকেট খেলার কথাই বলেছেন টাইগারদের নতুন টি-২০ অধিনায়ক।
তামিমের সরে দাঁড়ানোয় গত তিনদিন জন্ম নিয়েছে একের পর এক প্রশ্ন। কাল মিডিয়ার মুখোমুখি হওয়ার আগে বিতর্কের উত্তর দেওয়ার প্রস্তুতি নিয়েই বসেছিলেন মাশরাফি। ঠাণ্ডা মাথায় সামাল দিয়েছেন সব প্রশ্নের। জানিয়েছেন নতুন-পুরনোদের নিয়ে গড়া দলের লড়াইয়ের কথা। দ্বীপরাষ্ট্রের বিপক্ষে সিরিজে টাইগার স্কোয়াডে জায়গা পেয়েছেন একাধিক নতুন মুখ।
দলটি গঠন করা হয়েছে ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের নিয়ে, বলেন মাশরাফি। তিনি বলেন, 'ইনজুরির কারণে কয়েকজন রিপ্লেসম্যান নেওয়া হয়েছে। তাদেরকেই নেওয়া হয়েছে, যারা ঘরোয়া টি-২০ ক্রিকেটে ভালো খেলেছেন। টি-২০ বিশ্বকাপের জন্য দল গড়া হয়েছে কি না, এখনই নিশ্চিত নই। তবে এই সিরিজ দিয়ে টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালো হবে।
আমি বিশ্বাস করি দলটা খুব ভালো হয়েছে। '
জহুর আহমেদ স্টেডিয়ামের অভিষেকের সঙ্গে যেমন অভিষেক হচ্ছে মাশরাফির। তেমনি অভিষেক হতে পারে সাবি্বর রহমান রুম্মন, মো. মিঠুন আলী ও আরাফাত সানীর। ঘাড়ের ব্যথায় না খেলার সম্ভাবনা রয়েছে তামিমের। এমনই আভাস ছিল কাল।
তারপরও একাদশ নিয়ে কিছু বলেননি অধিনায়ক মাশরাফি, 'আজকের (কাল) অনুশীলনের পর মিটিং আছে সেখানেই হয়তো সব ঠিক হবে। তামিমের বিষয়টি এখনও ফিজিও'র তত্ত্বাবধানে। ফিজিওর রিপোর্ট পাওয়ার পরই চূড়ান্ত করা হবে একাদশ। '
পয়মন্ত জহুর আহমেদে এই প্রথম টি-২০ ম্যাচ খেলছে টাইগাররা। টেস্ট কিংবা ওয়ানডেতে পরিচিত ভেন্যু।
টি-২০ একেবারেই নতুন। তারপরও বাড়তি চিন্তায় ব্যস্ত থাকতে নারাজ মাশরাফি, 'চট্টগ্রামে আমরা টি-২০ ম্যাচ খেলিনি। বিশেষ করে ডে-নাইট ম্যাচ খেলা হয়নি। না খেললেও টি-২০ ম্যাচ বলে আমার কাছে কন্ডিশনটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। টি-২০ খুব শার্প এন্ড শর্ট ম্যাচ।
এই সময়ের মধ্যে যারা নার্ভ ঠিক রাখতে পারবে, তারাই লাভবান হবে। '
শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে দুটি টি-২০ ম্যাচ খেলেছে টাইগাররা। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে জোহানেসবার্গে খেলেছিল দুই দল। ওই ম্যাচে ৬৪ রানে হেরেছিল টাইগাররা। গত বছর পাল্লেকেলেতে হেরেছিল ১৭ রানে।
আজ মুখোমুখি হচ্ছে তৃতীয়বার। এখন দেখার অপেক্ষা ল্যাসিথ মালিঙ্গা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনদের সামলে পয়মন্ত চট্টগ্রামে ক্রিকেটাররা কি উপহার দেন দেশবাসীকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।