আমাদের কথা খুঁজে নিন

   

মরুর বুকে ফাগুন

আকাশ ছোঁয়ার ইচ্ছে মনে, আকাশ পানে হাত বাড়াই। আকাশ ছোঁয়ার ইচ্ছে অনেক, সাধ আছে সাধ্যি নাই। তোমায় ছোঁয়ার ইচ্ছে মনে, তোমার পানে হাত বাড়াই। তোমায় চাই আজীবন বুকে জড়াতে। ঐ যে বললাম সাধ আছে সাধ্যি নাই।

স্বপ্নিল বাসর সাজাই, ভাবনাকে রঙ্গিন বানাই। বারে বারে পিছু ফিরে চাই। পথে ঘাটে প্রান্তরে একই বিলবোর্ড, সাধ আছে সাধ্যি নাই। অনেক কষ্ট বন্ধু; অ-নে-ক! ভালবাসতে চায় পরাজিত বিবেক! সময়ের কাছে প্রস্থ আবেগ! সাধ আছে সাধ্যি নাই, বলে নিষ্পেষিত ভাবাবেগ। আগুন ছোঁয়ার ইচ্ছে মনে, আগুন পানে হাত বাড়াই।

আগুন দিয়ে ঝলসাবো হৃদয়, সাধ আছে সাধ্যি নাই। তোমায় ছোঁয়ার ইচ্ছে মনে, তোমার পানে হাত বাড়াই। তোমায় চাই আজীবন পূজোর অর্ঘ দিতে। দেবী নারাজ তাই সাধ আছে সাধ্যি নাই। ও আকাশ, ও মোর আগুন, ও দেবী মোর! কবে আসবে মরুর বুকে ফাগুন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.