চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে
আমি এক মৃতপ্রায় নদী,
তৃষ্ণার্ত থেকে থেকে ওষ্ঠাগত প্রান
বালুচরে আটকে থাকা জীবনের হাহাকারে
খুনি হয়ে ওঠি আপনার খুনে।
যৌবনের স্বপ্ন দেখাতে আসে কাকড়াগুলো
চরে পড়ে থাকা নৌকাগুলো ভিজে শিশিরে
চোরাবালিতে গা ভাসিয়ে সাঁতার কাটে মাঝি ।
শুধু মনের আকাশ ওড়ে একঝাঁক গাঙচিল
পাজরে আচড়ায় আবেগের ঢেউ।
স্বপ্নগুলোকে কবর দিয়ে বুকের জমিনে
দ্বীপের মতো জেগে থাকা মনের চরে ।
ভাটায় স্বপ্ন হারায় নীল বিবস বেদনায়
অশ্রু সাগর কড়া নাড়ে দরজায়
অঝোর ধারায় উত্তাল করে মরুর প্লাবন
মরনের কাজলে মেশায় জীবনের রং
যৌবনের সাজে এলে বরষার বান
আমার বুকে ভাসে তারকার ছবি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।