কবিতা মনের কথা বলে।
শিলা আর নুড়ি পাথরে গড়া এ দেশ
শুধু ধু ধু মরু ভুমি আর মরু প্রান্তর
দিগন্তের সীমানা জুড়ে।
এখানে বন ভুমি নেই,আছে সামান্য গাছ পালা
যে দিকে চোখ যায় শুধুই গিড়ি বেস্টনী-
মাঝে সামান্য সমতল,স্টেডিয়ামের মতই অনেকটা।
এখানে মাঝে মাঝে ধুলি ঝড় হয়,বৃষ্টিপাত নেই বললেই চলে
হঠাং করেই প্রকৃতি উজাড় করে দিলো
তার বক্ষ বিস্ফারিত করিয়া বর্ষন ধারা,
সু-শীতল করলো ভূমন্ডল।
সত্যিই যেন এক আজব দেশ!
আর আজব শহর কাবুল,
একটু বাতাস এলেই পুরো শহর ভেসে যায় ধুলোর রাজ্যে।
কিন্ত আজ যেন চেনা যায় না,এ চেনা শহরটাকে!
চারদিকে সবুজ বেষ্টনি,প্রতি নিয়ত বারি বর্ষন
নগরীর চেহারা বদলে গেছে,ফিরে পাই প্রিয় স্বদেশকে।
আজ আফগানীস্থানের জন জীবনে মেঘ মল্লিকার পুষ্প বর্ষন
নগর জীবনে এনেছে তারুন্যের নব যাত্রা।
মরুর বক্ষ যেখানে বরফ আচ্ছাদিত থাকে,
সেখানে শ্রাবন কল্লোলে বাহিত বরিষন
জানাচ্ছে প্রকৃতির বিবর্তন বার্তা।
বৃষ্টির নব জাগরনে ফিরে পাই
প্রিয় স্বদেশ মাতাকে,এই প্রবাসে বসিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।