আমাদের কথা খুঁজে নিন

   

শিশুদের জন্য কিছু সুন্দর ও আধুনিক নাম (অর্থসহ)

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা বেশকিছু দিন ধরে নতুনকিছু লেখা হচ্ছেনা । মাঝখানে আমার এক পরিচিতজনের তাগিদে কিছু সুন্দর সুন্দর নাম নির্বাচন করেছিলাম কয়েকটি জায়গা থেকে। আপনাদের কেউ কেউ হয়তো ইতোমধ্যে বাবা, মামা, চাচা হয়েছেন। আপনাদের পরিবারের সেসব নবাগত অতিথিদের জন্য কিছু সুন্দর নাম নিয়ে এলাম। ভালো লাগলে এখান থেকে নিতে পারেন। তবে সুযোগ হলে দু একখান রসগোল্লার দাওয়াত দবিনে। মেয়ের নাম তাযকিয়া- পবিত্রতা তাবাসসুম- মুচকী হাসি তুবা- সুসংবাদ তাবিয়া- অনুগতা তাহেরা- পবিত্র শায়িরা- কবি শাফিয়া- সুস্থ ওয়াজিহা- সুন্দরী ওয়ামিয়া- বৃষ্টি মাসরুরা- আনন্দিতা নাদিরা- বিরল নাজিয়া- মুক্ত নাজিবা- সম্মানিতা নাফিসা- মূল্যবান মামদূহা- প্রশংসিতা মুসাররাত- আনন্দ লুবাবা- খাঁটি ফারাহ- আনন্দ আযরা- কুমারী ছেলের নাম তাযিন- সুন্দর আফিফ- পবিত্র আমিম- ব্যাপক / পরিচিত আন্দালিব- বুলবুল আলওয়ান- উন্নত ইমাদ- খুঁটি আওয়াদ- ভাগ্য শাদমান- হাসিখুশী শায়ান রায়হান- জান্নাতের ফুল আজওয়াদ- অতিউত্তম আহরার- স্বাধীন ইমতিয়াজ- পরিচিতি সাকীফ- সুসভ্য জওয়াদ- দানশীল/ দাতা খফীফ- হালকা দাইয়ান- বিচারক যাকী- মেধাবি রাহাত- সুখ রাফাত- অনুগ্রহ সামিহ- ক্ষমাকারী সালিক- সাধক সাবাহ- সকাল সফওয়াত- খাঁিট/ মহান তাউস- ময়ুর ফুয়াদ- অন্তর ফাইয়ায- অনুগ্রহকারি কাসসাম -বন্টনকারী কাওকাব- নক্ষত্র মুরতাহ- সুখী/ আরাম আয়েশী

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.