আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাসীদের ভয়ে ভীত ব্যাসায়ী থেকে সাধারণ মানুষ

my country creat me a ginipig সন্ত্রাসীদের ভয়ে ভীত ব্যাসায়ী থেকে সাধারণ মানুষ মাটিরাঙ্গায় উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক ৬ জনকে অপহরণ : ২২ ঘন্টা পর মুক্ত মাটিরাঙ্গা থেকে মুজিবুর রহমান ভুইয়া: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম পাহাডী এলাকা থেকে গত রবিবার বন বিভাগের মাটিরাঙ্গা রেঞ্জের ফরেস্টারসহ ৬ জনকে অপহরণ করেছে উপজাতীয় সন্ত্রাসীরা। উপজেলা সদর থেকে প্রায় ৩০ কি:মি: দুরে দুর্গম বামা গোমতির অপূর্ণ মহাজন পাড়া এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে ২৯, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। অপহৃতরা হলেন, খাগড়াছড়ি বন বিভাগের অধীন মাটিরাঙ্গা রেঞ্জের ফরেষ্টার সুনীল চন্দ্র নাথ, ফারুক হোসেন, মো: আলম, সোনামনি চাকমা, মাহবুবুল আলম এবং কাঠ ব্যবসায়ী ও জোত মালিক মো. লোকমান হোসেন। মাটিরাঙ্গা বন বিভাগের কর্মকর্তারা জানান, রবিবার জোত মালিক ও ব্যবসায়ী মো: লোকমান হোসেন‘র এর জোত বাগানে ‘জোতের গাছ খাড়া মার্কিং’ করতে গিয়ে তারা আর ফিরে আসেননি। রবিবার রাত সাড়ে ৮টার দিকে এই খবর জানাজানি হয়।

তবে কেন বা কি কারণে তাদের অপহরণ করেছে তা জানাতে পারেনি বিজিবি সহ সংশ্লিষ্ট কোনপক্ষ। মাটিরাঙ্গার পলাশপুর ২৯, বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি‘র অধিনায়ক লে: কর্নেল মেফতাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিকাল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। অপহৃতরা ওই এলাকায় জোত বাগানে খাড়া মার্কিং এর কাজে গিয়েছিলেন। যামিনীপাড়া ও পলাশপুর জোনের বিজিবি সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। এদিকে অপহরনের ২২ ঘন্টা পর গতকাল সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে তাদেরকে খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় ছেড়ে দেয়া হয়।

ভাইবোনছড়া এলাকা দিয়ে অপহৃত ছয় ব্যাক্তির ফিরে আসার খবর নিশ্চিত করেছেন ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি‘র অধিনায়ক লে. কর্ণেল মেফতাউল করিম, পিএসসি। উদ্ধার প্রকিয়া সম্পর্কে তিনি ইনকিলাবকে বলেন, বিজিবির অপারেশনাল তৎপরতা, আধুনিক টেকনলোজির ব্যাবহার ও স্থানীয় ভাবে যোগাযোগের কারণে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়। এই অপহরণের সাথে জেএসএস (সংস্কারপন্থী) অথবা ইউপিডিএফ জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। এদিকে বন বিভাগের ফরেষ্টারসহ ছয় জন অপহৃত হওয়ার পর থেকেই উপজেলার দুর্গম এলাকার মানুষ নতুন করে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। উপজেলার দুর্গম জনপদের লোকজন গতকাল থেকে নির্ঘুম রাত কাটিয়েছে।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরেই সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীরা গোমতিসহ দুর্গম জনপদে ব্যাবসায়ীসহ সাধারন মানুষের কাছ থেকে চাঁদা আদায় সহ মোটা অংকের চাঁদা দাবী করে আসছিল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.