আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাসীদের মনোনয়ন দিয়েছে

সরকারের কঠোর সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, সরকার একদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসীদের লালন করছে অন্যদিকে মনোনয়ন দিয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বৈধতা দিয়ে উপহার দিচ্ছে। তিনি কটাক্ষ করে বলেন, অন্ধকারে নিমজ্জিত দেশে আলোকিত মানুষদের প্রয়োজনের সময় সরকার দলের রাজনীতিতে খুনিদের এতটা প্রয়োজন কেন তা আমার জানা নেই। শামীম ওসমান ও নাসিম ওসমানদের রাজনীতিতে বর্তমানে বড়ই প্রয়োজন বলে মনে হচ্ছে। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর স্কুলছাত্র তানভীর মুহাম্মদ ত্বকি হত্যার নয় মাস পূর্তিতে গতকাল বিকালে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস নিমর্ূল ত্বকি মঞ্চের সভায় প্রধান অতিথির বক্তব্যে আইভী এসব কথা বলেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টি থেকে নাসিম ওসমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, একবার পা ভেঙে কুমিল্লা পাঠিয়ে দিতে চেয়েছি। আপনারা চিন্তা করবেন না এবার কারও ওপর হাত তুললে আপনাদের নিয়ে হাত ভেঙে দেব। হয়তো ওরা এমপি হয়ে যেতে পারে। ভয় পাবেন না।

আমি আইভী আপনাদের পাশে আছি থাকব। আইভী বলেন, দেশের এক প্রধান সন্ত্রাসীদের পছন্দ করেন। দুই ভাইকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত দলের। দলের বিরুদ্ধে যেতে না পারলেও খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। তিনি নারায়ণগঞ্জবাসীকে উদ্দেশ করে বলেন, শামীম ওসমান পালিয়ে গিয়েছিলেন।

কিন্তু আমাদের পালাতে হয়নি। কারণ আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকি। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সন্ত্রাস নিমর্ূল ত্বকি মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ বলেন, ত্বকির হত্যাকারীরা পুলিশের পরে এখন র্যাবের হাত পা বেঁধে দেওয়ার চেষ্টা করছে যাতে করে র্যাবের খাতায় তাদের নাম না ওঠে। নারায়ণগঞ্জের পুলিশ সুপারও সাহায্য করছে র্যাবের খাতায় এই হত্যাকারীদের নাম যেনো না দিতে পারে। চার্জশিট থেকে খুনিদের নাম বাদ দিতে।

পুলিশ নানা ভাবে র্যাবকে উৎপীড়ন করছে। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

পুলিশ সুপার হত্যাকারীদের গ্রেফতার না করে তাদের দুই ভাই শামীম ওসমান ও নাসিম ওসমানকে এমপি, মন্ত্রী বানানোর জন্য কাজ করে যাচ্ছে। খুনিদের সহায়ক এই পুলিশ সুপার ও জেলা প্রশাসক। নারায়ণগঞ্জে যত হত্যাকাণ্ড হয়েছে এ সব খুনের খুনিদের সহায়তা করেছে পুলিশ সুপার।

সভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব রহমান মাসুম, নারায়ণগঞ্জ খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবর্ত্তী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলনে সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি রোকন উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহমদ আলী রেজা উজ্জল, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন, নিহত আশিকের ভাই ফাহিম প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ মার্চ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ত্বকি। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.