পঞ্চনামের শেষ নামটি বলতে পারেন বাবা? -সে সব জানে সুবহে সাদেক, আমরা কালা, হাবা -সুবহে সাদেক? নামটা জানে? কেমন যেন হেয়ালি... -আপনি তো স্যার সরল সোজা নেই কি কিছুর খেয়ালই? সব কথা কি জানতে আছে? নাম যদি হয় শক্ত? সে যদি হয় সবার প্রিয়, নীল যদি হয় রক্ত? - চার নাম তো নিজেই জানি, পাঁচটা নিয়ে ধন্ধ যার কাছে যাই কেউ জানে না সবার মুখই বন্ধ -আরেকটি নাম হয়তো কঠিন পারছে না কেঊ বলতে আমি তো স্যার বাবা মায়ের শিব রাত্রির সলতে ধাঁধাঁর জবাব ভুল যদি হয় পারবো কী আর জ্বলতে? -যার জন্যে দশ না, বারো নাম এলো না একটি বারও এত জবর গল্প -কাগজ যে টুক খবর দিল তার চে বেশি জানাই ছিলো বলছে সবাই অল্প (যা শুনেছি, ভুল শুনেছি, এসব কথা কল্প) আমি তো স্যার বাবা মায়ের শিব রাত্রির সলতে ধাঁধাঁর জবাব ভুল যদি হয় পারবো কী আর জ্বলতে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।