আমাদের কথা খুঁজে নিন

   

তোমার হাতটা ধরে তাই স্বস্তি পাইনা

জীবনে কোন কিছুই স্থায়ী নয় না সুখ না বেদনা;এমনকি হতাশাও ক্ষণস্থায়ী যে সুখের জন্য কুই কুই করে জীবনের অর্ধেকটা সময় টাকার পিছনে ছুটে কর্মক্লান্ত দেহ একদিন হঠাৎ করে সেই সুখ উধাও। রমারোলার দেশ থেকে যে দুঃখ দলছুট হয়ে সাগরের ঢেউয়ের সাথে মিশে চলে এসেছিল গঙ্গাপাড়ের মানুষের ঘরে সেওকি স্থায়ী হতে পেছে? রিলিফের চাল ডাল ওদের সেই দুঃখ মুছে দিয়েছে। বিচিত্র এ জীবনে কোন কিছুই স্থায়ী নয় হতাশার চাদরে মুড়া মৃণালীনি যখন মরবো বলে পণ করেও মরতে পারেনি,তখন তার হতাশা নিজেই হতাশ হয়ে ফিরে গেছে তার মানে হতাশাও স্থায়ী নয়। যে জীবনে কোন কিছুই স্থায়ী নয় সে জীবনে তুমি এলে সুখ আর দুঃখ নিয়ে হাত ধরে বললে চিরকাল পাশে রবো ক্ষণস্থায়ী নশ্বর এ পৃথিবীতে তুমি তুমিতো রঙধনুর চেয়েও ক্ষণস্থায়ী তোমার হাতটা ধরে তাই স্বস্তি পাইনা। জাজাফী ১১ আগষ্ট ২০১২ ভোর ৪ টা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.