গত কিছুদিন আগে আমরা সামুতে B.F.C নামে নতুন ছিন্ডিকেট ঘোষণা করেছি। কিন্তু কথা হইলো শুধু ছিন্ডিকেট ঘোষণা করলেই তো হবে না। ছিন্ডিকেট কেমনে চালাইতে হয় জানতে হবে। আজ আমরা ছিন্ডিকেট এর গুরুত্বপূর্ন পূর্ণ উপাদান মাল্টি নিয়া আলোচনা করবো।
মাল্টি,হিট ও সংকলন পোস্টঃ
আগেই বলছি এযাবৎ কালের সেরা ছিন্ডিকেট সিপিজি।
সিপিজির দুই একজন হিট নিয়া মাথা ঘামাইলেও বেশীর ভাগই হিট নিয়া মাথা ঘামায় না। তবে সিপিজির হাত ধরে চলতে শিখা মামা-ভাইগ্না ও রম্য ছিন্ডিকেটের মুল ধান্ধাই হিট। এবং তাদের এই হিট আকাঙ্ক্ষাই তাদের পতন ডেকে আনে। মাল্টি দিয়ে যেমন ক্যাচাল করা যায় তেমনি পোস্ট হিটও বানানু যায়। সংকলন পোস্ট করে নিজ ছিন্ডিকেটের লেখা হিট করানো যায়।
এই ধারাটা রম্য ছিন্ডিকেটের সৃষ্টি। সিয়ারম্যানের জন্মদিনে বেশের কথা নামে এক ব্লগার সংকলন পোস্ট দেন। সেখানে আমরা বেভুল্যেশন র্ল্যাক নামে একজনকে দেখি মাল্টি নিয়ে কথা বলতে। অহহো বেভুল্যেশন র্ল্যাক ভাইয়াও কিন্তু মাল্টি। তিনি কার মাল্টি তা ওই পোস্টের মন্তব্য গুলা পড়লে ধারনা নেয়া যায় বা তার সংকলিত রম্য সমগ্র পড়লে।
সেখানে দেখা যায় দুইজন ব্লগারকে হাই লাইট করতে। বিশেষ ভাবে *য়ন রম্য সমগ্র সেখান স্থান পাওয়ায় তার সম্পর্কে ধারনা পাওয়া যায়। তাছাড়া তার মন্তব্য গুলা ফলো করলেও বুঝা যায় তিনি রম্য সিন্ডিকেটের সদস্য। প্রশ্ন আসতে পারে সিয়ারম্যানকে সে খুচায় কেন? উত্তর ব্লগীয় হিট। একজন রম্য সমজদার কখনও রম্য লেখককে এটাক করে?রম্য লেখকই অন্য লেখককে এ্যাটাক করে যখন সে জেলাস ফিল করে।
তাছাড়া ব্লগের মহিলা ব্লগার পরী নিয়া বেভুল্যেশন র্ল্যাক ও *য়ন এর একই সময়েও খুঁচাখুঁচি সন্দেহ সৃষ্টি করে। আমার আরও শিউর হই যখন *য়ন এর ঘনিষ্ঠ বন্ধু সিপিজির ফিল্ড মার্শাল নাখোল যেচে এসে বেভুল্যেশন র্ল্যাক জন্য একটা পরিচয় দিয়ে যায়। যেখানে নাখোল কখনও তার জানা অন্য কারো মাল্টির পরিচয় প্রকাশ করে না সেখানে এমন বিপরীত চিত্র সন্দেহ বাড়িয়ে দেয়।
এই ধরনের ভুল B.F.C এর সদস্যদের করলে চলবে না। আমাদের সদস্যরা শুধুই ব্লগিয় হিটের জন্য কাউকে এ্যাটাক করবে না।
মাল্টির জন্ম ও নির্দিষ্ট গন্ডির মন্তব্যঃ
নিজ ছিন্ডিকেটের মাল্টির খবর সাধারণত এর সদস্যদের কাছে থাকে। সিপিজির যে সকল ভুল করে তার অন্যতম তাদের নতুন জন্ম নেয়া মাল্টির পোষ্টে তারা আলুপোড়া খায়। যা মাল্টির পরিচয় প্রকাশ করে। যখনই কোন মাল্টি খুব লাফালাফি করে তখন বিজ্ঞজনেরা এর ব্লগ হিষ্টোরি দেখে এবং ধারণা নিবার চেষ্টা করে ইহা কোন ব্লকের মাল্টি। আমাদের সদস্যদের এই ভুলও করা চলবে না।
নতুন নিক মন্তব্য না পেলে অপেক্ষায় থাকতে হবে। যখন আস্তে আস্তে অন্য ব্লগাররা মন্তব্য করবে তখন আমরা নাহয় আলুপোড়া খাবো।
অনেক লিখছি বাকিটা আগামী পর্বে।
জয় ছিন্ডিকেট জয় B.F.C.
বিঃদ্রঃ ইদানিং ব্লগে অনেক ভালো লেখা আসচে। আমাদের উচিত ভালো লেখকদের উৎসাহ দেয়া।
ভালো লাগা বটনে চাপ দিতে কার্পন্য না করা। আর আমর মত বাচাল মানবদের এড়িয়ে চলা।
উৎসর্গঃ এই পোষ্টটা ব্লগার পুশকিনকে উৎসর্গ করলাম। সহজ সরল ছেলেটা দুই দুইবার না বুঝে ক্যাচালে অন্যের নাম নিয়ে মাল্টি ধারা আক্রান্ত হয়েছে। Rising against all odds. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।