আমাদের কথা খুঁজে নিন

   

বিজিবির তেলেসমাতিতে যশোরে ৯৩ টাকায় ইলিশ!

বাজারে ইলিশ ৮শ' থেকে ৯শ' টাকা দরে বিকোচ্ছে। মানুষ হাহাকার করে মরছে এক টুকরো ইলিশের জন্যে। ঠিক এই সময় যশোরে বিজিবির সদস্যরা ৯শ' গ্রাম থেকে ১ কেজির ওপরে যেসব ইলিশ রয়েছে সেগুলো বিক্রি করেছে মাত্র ৯৩টাকা দরে। কি আশ্চর্য মনে হচ্ছে ? মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে প্রিয় পাঠকগণ ! কিন্তু ইহা বাস্তব, ইহা সত্য !তবে, মজার ব্যাপার হচ্ছে, ইলিশ সাধারণ মানুষের ভাগ্যে জোটেনি এক টুকরোও। রোববার সকালে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ইলিশ উদ্ধার করে বিজিবির সদস্যরা।

এরপর সেসব ইলিশ হরিলুট হয়েছে। নিলামের নামে পানির দরে অধিকাংশ ইলিশ নিজেরা আত্মসাৎ করেছেন। সকালে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট থেকে এক ট্রাক ইলিশ আটক করে ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। বেনাপোলগামী ইলিশ বোঝাই ওই ট্রাক থেকে ১১ কার্টন ইলিশ উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা।

দুপুরেই কাস্টমস কর্তৃপক্ষ বিজিবি কম্পাউন্ডেই ইলিশ মাছের নিলাম সম্পন্ন করে। একটি সূত্র জানায়, আটক ট্রাকে যে পরিমাণ ইলিশ ছিল তার অধিকাংশই আটকের পরপরই লুটপাট করা হয়। পরে এগার কার্টন উদ্ধার দেখিয়ে সেগুলো প্রকাশ্যে নিলাম করা হয়। এখানেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। বিজিবি আগে থেকেই নিলামকারীদের সাথে গোপন রফা করে।

সে কারণে ব্যবসায়ীরা প্রতিটি ইলিশের মূল্য হাঁকে মাত্র ৯৩ টাকা। নিলামে ওঠা এগার কার্টন ইলিশের মধ্যে ছয় কার্টন ৯৩টাকা প্রতি পিচ হিসেবে বিজিবি সদস্যরা রেখে দেয়। বাকি পাঁচ কার্টনের মধ্যে তিন কার্টন পেয়েছে নিলামের মধ্যস্থতাকারীরা। মাত্র দুই কার্টন ইলিশ ঘরে তুলতে সমর্থ হয় নিলামের দরদাতা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.