বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই সোমবার সকালে অত্যন্ত তাৎপর্য পূর্ণ ঘটনা ঘটনা ঘটেছে। এত দিন পর্যন্ত আমরা শুধু দেখে এসেছি বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত হওয়ার ঘটনা। কিন্তু সোমবার সকালে ঘটেছে উলটো ঘটনা। বাংলাদেশের বিজিবির গুলিতে নিহত হয়েছে ভারতের দুজন চোরাচালানি। তারা হলেন ফরিদ আহমেদ(৩৮) এবং মনির হোসেন(২৮)।
ঘটনাটি ঘটেছে হরিপুর উপজেলার গোবিন্দপুর পাথর খালী সীমান্তে। আমি ঘটনাটিকে তাৎপর্য পূর্ণ বলেছি কারণ এতগুলো হত্যাকাণ্ড ঘটলেও ভারত কোন ব্যবস্থা নেয় নি। উলটো আমাদের শীর্ষ পর্যায়ের ব্যাক্তিগন ভারতীয়দের দালালের মত কথা বলেছেন।
দুজন নাগরিক নিহত হওয়ায় বিএসএফ দুঘণ্টা বিজিবির সাথে গুলাগুলি হয়েছে। তাদের দুজন নাগরিক নিহত হওয়ার পর বিএসএফ যা করেছে আমরা অন্তত ২০০ জন বাংলাদেশী নিহত হওয়ার পরও এ ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারিনি।
আপনি নিশ্চিত থাকুন ভারতের কোন মন্ত্রী সংবাদ সম্মেলনে বলবেন না যে, সীমান্তে এ ধরনের ঘটনা ঘটতেই পারে। তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন না যে, বিজিবি আত্নরক্ষার্থে গুলি করেছে। কেউ সরাসরি বাংলাদেশের দালালের মত কথা বলবে না।
ভারতের প্রতিক্রিয়া শুনার জন্য আমি অধির হয়ে বসে আছি। আপনি ও খেয়াল রাখুন দুজন নাগরিক নিহত হওয়ায় তারা বাংলাদেশকে কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করে।
সাবাশ বিজিবির বীরেরা! তোমাদের দেশপ্রেম থেকে রাজনিতিকেরা শিক্ষা নেয়ার চেষ্টা করবেন। এটাই সবার প্রত্যাশা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।