আমাদের কথা খুঁজে নিন

   

আমি শিশু পিপড়া। গ্রীষ্মের ছুটিতে আমাদের স্কুল খুলেছে, কি মজা!

শিশুদের ব্লগ অবাক হচ্ছেন? শিশু পিপড়াদের দেশে আবার অন্য নিয়ম। সারা বছর আমরা তাকিয়ে থাকি কখন স্কুল খুলবে। প্রতি গ্রীষ্মে ৩ মাসের জন্য আমাদের স্কুল খুলে। কি যে মজা হয় তখন! আমাদের পড়া শোনা একটু অন্য রকম, স্কুল খুললে আমাদের সকলকে নদীর ধারে চলে যেতে হয়। এর পর শুরু হয় সাতার কাটা, পানি নিয়ে খেলা, পানি ছিটানো, বালি দিয়ে ঘর বানানো, আরেক জনের যত্নে বানানো ঘরের বারোটা বাজানো ।

শিশু মাছের পিঠে চড়ে নদীর এক চর থেকে আরেক চরে ঘুরে বেড়া আর পিকনিক করা। মাঝে মাঝে শিশু মাছেরা আমাদের দাওয়াত দিয়ে তাদের বাসায় নিয়ে যায়। কি যে মজা হয় তখন!! এবার একটু বলি আমাদের পরীক্ষা নিয়ে। আমাদের প্রতিটা কাজে আবার আলাদা আলাদা মার্ক্স আছে। সব মিলিয়ে ৭০ না তুলতে পারলে পরীক্ষায় ফেল।

এর মাঝে ৩০ মার্ক্স আছে শুধু খাওয়া দাওয়ায়। আর ঠিক মত পানি না ঘাটতে পারলে টিচারের বকা তো আছেই। পানি ঘাটার অংশটা কিন্তু সৃজনশীল। কখন কোন কায়দায় যে পানি ঘাটতে হবে আমরা আগে থেকে আন্দাজ করে উঠতে পারিনা। এ অংশটা খুব কঠিন ।

তাই আমাদের পরীক্ষার আগে প্রতিদিন প্রাক্টিস করতে হয়। যাহোক,শিশু খরগোস দরজায় বেল দিচ্ছে। পরে আবার আসবো। এখন তবে যাই। শিশু পিপড়াদের জানতে আরো পড়ুন।

আমি শিশু পিপড়া, আমার ভালো লাগা খারাপ লাগা সবকিছুই আপনাদের জানাবো বলে এখানে আসা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.