ধনীর মেয়ের হাত খরচ মাসে ১০ লাখ টাকা । আমাদের দেশের ধনীরা কত ধন সম্পদশালী ! মেয়েদের হাত খরচ দেন মাসে ১০ লাখ টাকা। এ তো শুধু মেয়ের হাত খরচ। বউ ছেলের বিদেশ ট্যুর,প্রতিদিনের অভিজাত জীবন যাপনের খরচ কত ! একজন গরীব মানুষ হয়ে তা জানার আগ্রহ নেই, সস্তা রংগিন টেলিভিশনে দেখি বলে জানিস আমার মেয়ের হাত খরচ মাসে ১০ লাখ টাকা তখন গরীব বুদ্ধি একটু ভাবে কি সাংঘাতিক ব্যাপার ! আমাদের দেশের ধনীরা কত ধন সম্পদশালী ! আমরা গরীব,নিষ্ঠুরতম কষ্টকর অনিশ্চয়তায় জীবন আমাদের , ফুটপাতে বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে আর গ্রামের জীর্ণ শীর্ণ ঘর,তবে সস্তা রংগিন টেলিভিশন আছে দেখি বড়লোকদের অভিজাত জীবনের রংগিন পিকচার আর দেখি আমাদের দেশে পর্যায়ক্রমে খমতায় থাকা দলগুলি ধনীক শ্রেনীর প্রতিনিধি। এই রাজনৈতিক দলগুলিই এ দল ও দলের নিন্দা করে মুলত জনগনকে ধোকা বোকা বানিয়ে নিজেদের,ধনীদের ধন সম্পদ রক্খা ও বৃদ্ধি করতে কাজ করছে।
মানুষ মানবাধিকার সভ্যতা মানে শুধু ধনীদের অভিজাত জীবন যাপন,আর গরীবের নিষ্ঠুরতম কষ্টকর অনিশ্চয়তায় জীবন নয়। ০-১৮ সকল শিশু এবং ৬০ উর্দ্ধো বৃদ্ধ বৃদ্ধাদের সকল দায়িত্ব পালন করা যায় ধনীরা মেয়েদের হাত খরচ মাসে ১০ লাখ টাকা না দিয়ে রাষ্ট্রীয় কোষাগারের মাধ্যমে ।
মানুষ মানবাধিকার সভ্যতার সঠিক মানে জনগনকে বলা আমরা যারা পর্যায়ক্রমে দেশ চালিয়েছি আমরা ধনীক শ্রেনীর প্রতিনিধি,আমরা নিজেদের ও অন্য ধনীদের ধন সম্পদ রক্খা ও বৃদ্ধি করতে কাজ করেছি,করছি,ভবিষ্যতেও করবো,গরীবের ভালো করার খমতা আমাদের নেই। অথবা ভোটের আগে লিখিত অংগীকার দিন আমরা নির্বাচিত হলে সমস্ত বাংলাদেশের দরিদ্র ব্যাক্তিদের ও সকল জনগনের জন্য ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন ব্যবস্থা বাস্তবায়ন করবো। ০-১৮ সকল শিশু এবং ৬০ উর্দ্ধো বৃদ্ধ বৃদ্ধাদের নিশিচত জীবন হবে।
দেশপ্রেম নিয়ে দেশসেবার রাজনৈতিক কর্মী,নেতা,মন্ত্রী,এম পি,সকল জনপ্রতিনিধির মুলমন্ত্র হবে আমরা দেশ সেবা করবো, একটি নির্দিষ্ট পরিমানের সম্পদের বেশী মালিক হবো না,রাজনীতিকে রোজগারের পেশা বানাবো না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।