আমাদের কথা খুঁজে নিন

   

আমি ধনীর দুলাল নই রে আমি রাজকুমার ও নই

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে আমি ধনীর দুলাল নই রে আমি রাজকুমার ও নই তবু আকাশ ছোঁয়া সপ্ন আমি দেখি যে কতই নেই রাজা নেই প্রজা হায় সপ্ন শুধু সপ্নই। সপ্ন আমার রাখাল ছেলে চড়বে গাড়িতে সপ্ন আমার কৃষান রবে দালান বাড়িতে। একই স্কুলে পড়ছে সবাই একই বই অবুঝ সবুজ শিশুদেরই হইচই। হায় সপ্ন শুধু সপ্নই। সপ্ন আমার সোনার বাংলায় মানুষ সুখি হউক অন্য বশ্রের অভাব যেন ভুলে যায় রে লোক। সুখের আশা বুকে বেধে বেঁচে রই নিরআশারই আধার দেখি অথই। হায় সপ্ন শুধু সপ্নই। ইতি তোমার ভালবাসার ভিখারী মামুন খাঁন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.