আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের শীর্ষ ১১ ধনীর ৬ জনই আমাদের টাকায় ...

আমি খুবই সাধারন একজন মানুষ। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে পাড়ি জমিয়েছি বিদেশে জ্ঞানের পরিধি বাড়াতে। আসলেই কি জ্ঞান বাড়ছে, নিজেকেই প্রশ্ন করি মাঝে মাঝে !! তালিকাটি দেখে আবাক হলাম। আমাদের টাকা লুটপাট করে শীর্ষ ধনী। মজার ব্যাপার হল শীর্ষ ১১ জনের আধিকাশংই রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা মূলত আমাদের দেশের টাকা লুট করেই বিশাল টাকার পাহাড় গড়েছে।

দেখে নেই তালিকাটা - ১ম - আবুল কাশেম -টাকার পরিমান ১.৫ বিলিয়ন ইউ এস ডলার। ২য় - মুসা বিন শামসের - টাকার পরিমান ১.৫ বিলিয়ন ইউ এস ডলার। ৩য় - শামসুদ্দিন খান - টাকার পরিমান ১ বিলিয়ন ইউ এস ডলার। ৪র্থ - তারেক রহমান - টাকার পরিমান ১ বিলিয়ন ইউ এস ডলার। ৫ম - সাইদ ইসকান্দার - টাকার পরিমান ১ বিলিয়ন ইউ এস ডলার।

৬ ষ্ঠ - আহমেদ আকবর সোবহান - টাকার পরিমান ৫০০ মিলিয়ন ইউ এস ডলার। ৭ম - গিয়াসুদ্দীন আল মামুন - টাকার পরিমান ৪০০ মিলিয়ন ইউ এস ডলার। ৮ম - শাহরীন ইসলাম তুহিন - টাকার পরিমান ৩০০ মিলিয়ন ইউ এস ডলার। ৯ম - রাগিব আলী - টাকার পরিমান ২৫০ মিলিয়ন ইউ এস ডলার। ১০ম - ইকবাল আহমেদ - টাকার পরিমান ২৫০ মিলিয়ন ইউ এস ডলার।

১১তম - নাজমূল হুদা - টাকার পরিমান ২৫০ মিলিয়ন ইউ এস ডলার। (দা ইকোনোমিষ্ট ও ফোর্বস এর প্রতিবেদনে তালিকার নাম ও টাকার পরিমানে সামান্য এদিক-সেদিক আছে) আরো মজার ব্যাপার হল, বাংলাদেশের শীর্ষ ১১৫ ধনীর ৭৬ জনই রাজনীতিবিদ (আমাদের টাকায় ধনী)। কোন দেশে বাস করি আমরা !!!!!!!!!!!!!!!!! Click This Link Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.