সুখ নাইরে পাগল! আজ সকালে ঘুম থেকে উঠেই পত্রিকাতে (লিঙ্ক সংযুক্ত) পড়লাম মোবাইল ফোন অপারেটররা ১০ সেকেন্ড পালস সুবিধা দিলে তারা নাকি পথে বসে যাবে, কিন্তু তারা যে আমাদের পথে বসাচ্ছে তা কিন্তু তারা বা কখনই চিন্তা করে দেখি না।
ফ্লাইওভার, ওয়াইম্যাক্স, থ্রি জি যত কিছুই আসুক না কেন তারপর ও আমাদের দেশ গরিবের দেশ। এখানে আমাদের টাকা উপার্জন করতে যে কি পরিমাণ ঘাম ঝরাতে হয় তা আমরা ভালই জানি। কিন্তু আমাদের দেশে এসে এই বিদেশি কোম্পানিগুলো তাদের ইচ্ছামত টাকা লুটপাট করবে তা তো হতে দেয়া যায় না। যাই হোক অবশেষে আমাদের অভিভাবক বিটিআরসি এখন বেশ কঠোর অবস্থানেই আছে ১০ সেকেন্ড পালস চালু করার বেপারে।
অনেকে হয়ত মনে করেন যে সামান্য কিছু পয়সা বাচানো নিয়ে কেন আমরা এরকম ছোটলোকের মত আরেকজন কে বিপদে ফেলতেছি???
ঠিক আছে তাহলে একটু হিসেব কষা যাক।
ধরে নেই আমাদের এক অপারেটরের( নাম বলা অপ্রয়োজনীয়) ১কোটি
গ্রাহক নিয়মিত আছে। তাদের ভিতরে ২৫ লক্ষ গ্রাহক কথা বলে না। বাকি ৭৫ লক্ষ গ্রাহক নিয়মিত ১মিনিট হলেও কথা বলে। আরো ধরে এদের নিলাম ১৫ লক্ষ গ্রাহক সম্পূর্ণ ১মিনিট কথা বলেন এবং বাকি ৬০ লক্ষ গ্রাহকের গড় কথা বলার সময় ৩০ সেকেন্ড।
এখন যদি অই অপারেটরের প্রিতি মিনিট চার্জ ভ্যাট সহ ১.১৫ টাকা হয় তাহলে ওই ৬০ লক্ষ গ্রাহক থেকে প্রতি দিন তারা ০.৫০ টাকা অতিরিক্ত কেটে নিচ্ছে। এখন যদি হিসাব করি তাহলে প্রতি দিন ওই অপারেটের আমাদের থেকে মাত্র আধা মিনিট এর জন্য ৩০,০০০০ টাকা বেশি পাচ্ছে তাহলে তার মাসিক আয় হয় ৩০*৩,০০,০০০ = ৯,০০০,০০০ টাকা মাত্র!
এই পরিমাণ টাকা আমাদের কস্টার্জিত টাকা যা এই মোবাইল অপারেটরেরা কনো প্রকার সুবিধা না দিয়েই নিয়ে যাচ্ছে!
তাছাড়া তো কনো সুবিধা ভোগ করবেন তো এই নাম্বারে এটা লিখে sms করুন, গেল ২.৩০ টাকা। কনফার্ম করতে Y লিখে SMS করুন যাবে আরও ২.৩০ টাকা, তারপরও অই সার্ভিস চালু হবে না!!!!! ইত্যাদি বিড়ম্বনা তো আছেই যেখান দিয়ে অযথাই আমাদের টাকা কেটে নেয়া হচ্ছে!
এখন ১০ সেকেন্ড পালস চালু হলে আমাদের এই কস্টার্জিত টাকা শুধু শুধু বোকা বানিয়ে আর ওরা নিয়ে যেতে পারবে না।
এখন আমরা ম্যাংগো পিপল এটাই আশা করি যাতে আমাদের অচিরেই এই সুবিধা দেয়া হয়!!!
খবরের সূত্র
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।