জীবনটা বরই আজব! যখন জীবণ সাদাকালো থাকে তখন মানুষের কাছে জীবণটা মূল্যহীন মনে হয়! কিন্তু কিছু কিছু সময় আসে যা মানুষের মনকে সাত রঙ্গে রাঙ্গিয়ে দিয়ে জীবণের মূল্যটা অনেক অংশে বারিয়ে দিয়ে যায়! আবার কখন চোখের পলকেই সব নিঃশ্বেষ হয়ে যায় বুধবার রাজধানী নীলক্ষেত এলাকায় রাস্তায় পড়ে থাকতে দেখেন একটি প্যাকেট । প্যাকেট খুলতেই দেখেন ৫ ব্যান্ডেল টাকা । সব গুলো ই ৫০০ টাকা নোট । পরে রিকশায় থাকা যাত্রীর পরামর্শেই নিউ মার্কেট থানায় জমা দেন টাকা গুলো । পরবর্তীতে টাকার মালিক আসলে তার হাতে রুপচান সোহেল তুলে দেন কুড়িয়ে পাওয়া টাকা গুলো । রুপচানের এই সততায় মুগ্ধ হয়ে টাকার মালিক সেই টাকা থেকে ৫০ হাজার টাকা তুলে দেন রুপচানের হাতে । শুধু তাই নয় তার এই সততা খুশী হয়ে থানার পুলিশ রাও তাঁকে ৫ হাজার টাকা দেন । অনিয়ম, দুর্নীতি , লোভ , লালসা গ্রাশ করছে যখন মানুষকে । তখনি সততার অসাধারণ দৃষ্টান্ত দেখালেন এক জনসাধারণ রিকশা চালক "রুপচান" Ekushey TV পেজ থেকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।