নিজের ছাঁয়ার কাছ থেকে পালিয়ে থাকার প্রানান্তকর প্রচেষ্টায় আছি।
কবিতাটি আমার অনেক প্রিয় । আমার এক বন্ধু (রাহুল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কোন এক সাময়ীকী থেকে কবিতাটি খুঁজে পায়। । আমার কাছে অসাধারন লেগেছে কবিতাটি... কেও যদি পারেন,কবির নাম ও কবিতাটির নাম আমাকে জানান ... কৃতজ্ঞ থাকবো ।
।
কোন কোন দিন
প্রিয় হয়ে ওঠে মাটি,
কোন কোন দিন
মানুষের কোলাহল । ।
কোন কোন দিন
প্রিয় হয়ে ওঠে নদী,
কোন কোন দিন
প্রিয় হয়ে ওঠে জল । ।
কোন কোন দিন
প্রিয় হয়ে উঠি আমি,
আমার দুঃক্ষ আমার দীর্ঘঃস্বাস । ।
কোন কোন দিন
প্রিয় হয়ে ওঠে ওশ্রু ,
তুমি হয়ে ওঠো আমার সরবনাশ । ।
কোন কোন দিন
প্রিয় হয়ে ওঠে ঘৃণ্য ,
প্রিয় হয়ে ওঠে মৃত্যু ।
। । । । ।
ধপাস করে কবিতাটি এখানেই শেষ না আরও বাকি আছে তাও জানিনা...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।