অনুমতি ব্যতিত কপি পেস্ট মারলে মাইরা ভূত বানাই হালামু… আমার মাথায় সমস্যা থাকতে পারে… “দেশপ্রেম” একটা সংকীর্ণ ধারনায় পরিণত হয় যখন নিজেকে "বিশ্বের সন্তান" হিসেবে দেখা হয়। "দেশ" একটা রাজনৈতিক বিষয়, আমার আলোচ্য কোন বিষয় নয়। আমি আসলে দেশের প্রেমে পড়িনি, আমি প্রেমে পড়েছি আমার চারপাশের কোটি মানুষের, খেটে থাওয়া মানুষগুলোর জীবনের, “পরিশ্রম” নামক রঙে রাঙানো সাদাকালো জীবনের, “বাধ্যবাধকতা”য় বন্দি অনৈতিক কার্যকলাপে, আমি প্রেমে পড়েছি “দয়া”র জোরে কোনমতে বেচে থাকা জীবনগুলোর, “জোর করে ভালোবাসা”য় আবদ্ধ পরিবারগুলোর, কালো পিচের আকাবাকা রাস্তাগুলোর, “বাংলা” নামক এক অতিসমৃদ্ধ ভাষার সংলাপে, আমি প্রেমে পড়েছি অতি কাছের মানুষগুলোর অগাধ বিশ্বস্ততায়, অচেনা মানুষগুলোর আতিথেয়তায়, চারপাশ বদলে দেয়া চিরতরুণ মানুষগুলোর চেতনায়, এবং আরও একশটা বিষয়ে Written by Adnan...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।