আমাদের কথা খুঁজে নিন

   

দেশপ্রেম !!!!!!

কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী, দুর্নীতিতে যদি তার পরিবারের কেউ জড়িত থাকে, তা তাকে সরাসরি জানানোর জন্য নিজের ফোন নাম্বার দিয়েছিলেন আপনাদের মনে আছে আশা করি...??? নিঃসন্দেহে এটি একটি প্রশংসা পাওয়ার মতো কাজ... কিন্তু আমার প্রশ্নটা অন্যখানে... মাননীয় প্রধানমন্ত্রী, যে দুটি নাম্বার দিয়েছিলেন তার একটি ছিল গ্রামীন আর অন্যটি ছিল রবি নাম্বার । মাননীয় প্রধানমন্ত্রীর "টেলিটক" নাম্বার নেই কেন ??? টেলিটকের উন্নয়নের জন্য এটা করা হচ্ছে-ওটা করা হচ্ছে বলতে বলতে প্রধানমন্ত্রী সহ বর্তমান সরকারের অন্য মন্ত্রী সাহেবেরা মুখের ফেনা তুলে ফেলছে!!!!! কিন্তু নিজেরা কেউ "টেলিটক" ব্যবহার করেন না !!! "টেলিটক" যাতে কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই জন্য অন্য অপারেটর গুলো সরকারের শীর্ষ মহলের রাঘব-বোয়ালদেরকে যে মোটা অংকের মাসহারা দিয়ে থাকেন এটা হলো "ওপেন সিক্রেট" । মোটা অংকের মাসহারা পেয়ে রাঘব-বোয়ালেরা টেলিটকের উন্নতি শুধু বিভিন্ন টক-শো এবং জনসভাতেই সীমাবদ্ধ করে রাখেন...বাস্তবে যেই লাউ সেই কদু !!!!! আমরা সবাই চাই টেলিটক ব্যবহার করতে কিন্তু দেখা যায় ঢাকাতেই টেলিটকের নেটওয়ার্ক পাওয়া যায় না...আরো বিবিধ সমস্যা বিদ্যমান... অনেক ঢাক-ঢোল পিটিয়ে কয়েকদিন আগে টেলিটকে থ্রি-জি সুবিধা চালু করা হয়েছে...এতে হয়েছে হিতে-বিপরীত...২ দিন পরেই ১০ হাজার টেলিটক সংযোগ ফ্রিকোয়েন্সির সাথে খাপ খাইতে না পেরে অচল হয়ে গেছে !!!!! নিন এবার ঠ্যালা সামলান...!!! দেশি পণ্য ব্যবহার করুন, দেশের টাকা দেশেই রাখুন...এই সব শ্লোগান দিতে দিতে যারা ধোয়া তুলে ফেলছে বাস্তবে কথার সাথে কাজের কোন মিল তাদের নাই... সব কিছুতেই মুখে শুধু দেশ...দেশ...দেশ... কাজের বেলা ঠন-ঠন !! যেখানে প্রধানমন্ত্রী নিজে টেলিটক ব্যবহার করেন না...তিনি কিভাবে অন্যকে তা ব্যবহার করতে বলেন ???????? এই প্রশ্নের জবাব কে দেবে.........?????? বিঃদ্রঃ আমি মনে হয় দিন দিন গন্ডার হয়ে যাচ্ছি !!! কারণ এই লেখাটা আমার অনেক আগেই মাথায় আসার দরকার ছিল...এতদিন এই ব্যাপারটা কেন মাথায় আসল না তাই ভাবতেছি!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।