আমাদের কথা খুঁজে নিন

   

দেশপ্রেম বনাম সত্যিকার দেশপ্রেম

একটা ম্যাগাজিনে দেখলাম ঢাকার চকবাজারের দোকানগুলোতে নাকি ১০ ডিসেম্বরের মাঝে প্রায় ১ কোটি বিভিন্ন ধরনের পতাকা বিক্রি হয়ে গেছে যা গত বছরের বিক্রিকে ছাড়িয়ে গেছে।খুবই আনন্দের বিষয়।তবে আরো একটা বিষয় ভেবে দেখলাম,এদের অনেককেই(হয়তো বেশির ভাগকেই) প্রতি বছর নতুন করে পতাকা কিনতে দেখা যায়। কেন? কারণ,যে পতাকাটা তারা এ বছর কিনে,তা পরের বছর আসতে না আসতেই অযত্নে অবহেলায় হয় মৃ্ত্যুবরণ করে নাহয় হয়তো রাস্তায় বা ডাস্টবিনে আশ্রয় নেয়। যে পতাকাটার জন্য লাখো শহীদ প্রাণ দিয়েছে,সেই পতাকাটাকেই তারা একটু যত্ন করে রাখতে পারেনা। দেশপ্রেম আর সত্যিকার দেশপ্রেমের একটা তফাৎটা হয়তো এখানেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।