manikmonzur@gmail.com
দেশপ্রেম ইদানীং
গাঙচিলের পাখনাতে চলছে তো চলছে
শিস দিলে যেনো হৃদয়ে হৃদয়ে
একাকার হয় রক্তপিপাসায়।
ত্রিশলক্ষ শহিদের রক্ত ঝরিয়ে
দীর্ঘ সাঁইত্রিশহেমন্ত পেরিয়ে
বনকুকুরের ধারালো নখরে
ক্ষত-বিক্ষত হয় দেশপ্রেমীর শরীর
রক্ত ঝরে ফোঁটায় ফোঁটায়
হৃদয়ের লালগালিচায়।
দেশপ্রেম ইদানীং
অন্ধকাররাতে ছুটে চলা জ্বলন্ত উল্কা।
দেশপ্রেম যেনো আজ
নিয়নবাতির বর্ণিলধাঁধা...
লাল রঙ নীলাভ হয়
কাল রঙ শাদা হয়
নীল রঙ বেগুনি হয়
হলুদ রঙ গোলাপি হয়
খয়েরি রঙ সবুজ হয়
প্রজাপতি রঙ আকাশি হয়
পতি পরকীয়াপ্রেমে নত হয়
পতিতা সতীনারীতে পরিণত হয়
প্রেতাত্মা পূতপবিত্র হয়
পাপী পরম পূজণীয় হয়
প্রতারিত দেহ সৎকার হয়
প্রজাতন্ত্র পরবাসে বিকিয়ে দেয়ার পায়তারা হয়
প্রতিভা ধুলোয় লুটে তপ্ত গ্রেনেডে
পিচঢালা কালোরাজপথ রক্তে রঞ্জিত হয়
প্রহসনের নির্বাচন হয়
পরিকল্পিত ইস্যু নিয়ে প্রবঞ্চনা হয়
পবিত্রসংসদে অশালীন আলাপ হয়
পাগলের প্রলাপ হয়
বিরোধীদলহীন সংলাপ হয়
গণবিরোধী বাজেট পাশ হয়
প্লাবন দুর্যোগে ত্রাণতহবিল আত্মসাৎ হয়
প্রজেক্টকমিটি দলীয়প্রীতি হয়
প্রশাসনে দুর্নীতি হয়
পাঠশালার পাদপীঠে মারণাস্ত্রের মহড়া হয়
পাঁচশালাপরিকল্পনায় শুধু
ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়
পত্রিকার পাতায় দীর্ঘ বিবৃতি দেয়া হয়
পল্টনময়দানে জ্বালাময়ী ভাষণ দেয়া হয়
পরাষ্ট্রনীতি নতজানু হয়
অর্থনীতি পরনির্ভর হয়
অপসংস্কৃতির চর্চা হয়
পুঁজিপতিদের আলিশান বাড়ি হয়
বুলেটপ্রুফ গাড়ি হয়
লাস্যময়ী নারী হয়
পদ্মার চর ভরাট হয়
মেঘনার বুকে অবৈধ ড্রেজিং হয়
যমুনায় অবৈধ জাটকা নিধন হয়
বুড়িগঙ্গায় বর্জ্য ফেলা হয়...
পতপত শব্দে উড়ানো জাতির পতকা
আজ অর্ধনমিত
লক্ষ শহিদের রক্তস্নাত
বাঙলা আজ বেজন্মা জারজ সন্তানের
নষ্টনখরে ছিন্নভিন্ন
তবিত হয়
বিশকোটি দেশপ্রেমীর হৃদয়ে
রক্ত ঝরে ফোঁটায় ফোঁটায়
সবুজের লাল গালিচায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।