আমরা প্রতিদিনই আলোচনা করি দেশের কি হবে না হবে. খালেদা কি করেছিল শেখ হাসিনা কি করছে. রাজনীতিবিদরা কত দায়িত্বহীন. কিন্তু কয়বার আসলে আমরা চিন্তা করি যে দেশে কত সমস্যা আছে আর সেগুলো কিভাবে সমধান করা যায়. হয়ত একবার ও না. কিন্তু দেশটা আমাদের. রাজনীতিবিদরা আমাদের দেশের জন্য কোনদিন ও কিছু করে নি করবেও না. যা করার আমাদের ই করতে হবে. কারণ আমরা প্রতিদিন যে সুন্দর ভবিষ্যত এর জন্য কষ্ট করি তা কোনদিন এ সম্ভব না যদি দেশ না এগোয়. আমরা বাংলাদেশীরা স্বার্থপর নিজেদের নিয়ে আমরা অনেক ভাবি এবং এর জন্য অন্যের সুবিধা বা অসুবিধা'র কথা কমই চিন্তা করি. এই মন মানসিকতা আমাদের দেশের এই করুন অবস্থার জন্য দায়ী. আজকে আমরা যদি আমাদের সমস্যা গুলো'র সমাধান বের করে এর জন্য সরকারের কাছে দাবি জানাই পত্রিকায় দেই তবে কর্তৃপক্ষের টনক নড়তে বাধ্য. ভাবুন. স্বপ্নের বাংলদেশের বাস্তবায়ন শুরু হোক.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।