মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত। https://www.facebook.com/altamash.bd স্বপ্ন থেকেই বাস্তব,.
স্বপ্ন থেকেই হয় সব।
স্বপ্ন ছাড়া সুন্দর আগামী
কি করে সম্ভব।
স্বপ্ন দেখো, স্বপ্ন লেখো, স্বপ্নগুলো দাও ছড়িয়ে,
স্বপ্ন পুরণ করে দেশকে সমৃদ্ধিতে দাও ভরিয়ে।
সান্তনার ভাষা উন্নয়নশীল
মোদের জন্য আর নয়,
উন্নত বিশ্বের পথপ্রদর্শক
হবে মোদের পরিচয়।
রাখবো অবদান জ্ঞান ও বিজ্ঞানে
বিশ্ব মানবতায়,
গড়ব সুন্দর পৃথিবী আগামির
হৃদয়ের বিশালতায়।
স্বপ্ন দেখো, স্বপ্ন লেখো, স্বপ্নগুলো দাও ছড়িয়ে,
স্বপ্ন পুরণ করে দেশকে সমৃদ্ধিতে দাও ভরিয়ে।
অন্নহীনের ক্ষুধার জ্বালা
থাকবে নাকো আর,
সবাই পাবে, সমানভাবে
বেচেঁ থাকার অধিকার।
ঘুচে যাবে সাদা-কালো
ধনি-গরিব ব্যবাধান।
করবে না কেউ অবহেলা
দিবে শ্রমের সন্মান।
স্বপ্ন দেখো, স্বপ্ন লেখো, স্বপ্নগুলো দাও ছড়িয়ে,
স্বপ্ন পুরণ করে দেশকে সমৃদ্ধিতে দাও ভরিয়ে।
অন্য ধর্মে দেখাব সন্মান
রাখবো সম্প্রিতি।
স্বার্থ ভুলে, সবাই মিলে
রুখবো দূর্নীতি।
সততা, দেশপ্রেম, ধৈর্য নিয়ে
দেশটাকে মোরা গড়ব।
স্বপ্ন শুধু রবে না স্বপ্ন
ঠিকই পুরণ করব।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
গত বছর এসএসসি পরীক্ষার পর অবসরে একটা উপন্যাস লিখেছিলাম -কারিগর- নামে। চারটা গান আর কয়েকটি কবিতা ছিল সেই উপন্যাসে। সে উপন্যাসের-ই একটি গান এটি। (আর একটি গানের প্রথম দুই লাইনের ইংলিশ অনুবাদ আমার ব্লগের উপরে লেখা)
আমার লেখা গানের মধ্যে আমার সবচেয়ে প্রিয় এই গানটি (কাছের মানুষ) নিয়েল হিমুকে উপহার।
ভালো থাকবেন সবাই আর স্বপ্ন দেখবেন দেশকে নিয়ে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।