শাকিলা তুবা
একটা শান্ত শহরের খোঁজে ছুটছি দিকবিদিক
ঘষা কাঁচের আয়নায় দুষ্টু প্রতিচ্ছবি দেখি
শান্ত গ্রামের মাটিতে ঘুমিয়ে আছে দুর্বাদল।
ভূমিকম্প যে সব পোকাকে ভয় দেখিয়েছে
একটি অপরাজিতা মৃত্যু লোভে চেয়ে থাকে
ব্যাকুল তৃষ্ণায় ফুলের টব চেটে ঘাস খুঁজি
মরে যাওয়া গ্রাম থেকে শহর বেরোয় যদি!
পরিপাটি চাদরের নীচে গুজে দেব দোপাটি
ব্যালকনি ধরে ঝুলে থাকবে একরাশ নীরবতা
সে শহরের অভিষেকে পাথরগুলো জ্বলজ্বলে হবে
মালাকাইটে নেমে আসবে রেশমের কোমলতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।