জীবন মানেই যুদ্ধ করে বেঁচে থাকা
মন যেতে চায় স্বপ্নের দেশে,
রূপালী জোছনার ভেলায় ভেসে,
রাতের তারার ঝিলমিল সাজে,
রূপালী স্নিগ্ধতায় নিজেকে হারাতে।
স্বপ্নের দেশে যেখানেতে হায়,
ছাগলে বাঘে এক ঘাটেতে খায়,
ধনী গরীবে ভেদ যেথা নাই,
বারে বারেতে সেথা যেতে চাই।
সেই যে মোর স্বপ্নের দেশ ভাই,
মানুষে মানুষে হানাহানি নাই,
সকলে সেথা সকলের তরে,
মানবতা ভাই সবার উপরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।